- আরো পড়ুন - কিভাবে যে কোন ধরনের Domain Transfer করতে হয়?
কেন BlogSpot ব্লগের জন্য Custom Domain প্রয়োজন?
১। ব্লগের গ্রহনযোগ্যতা বৃদ্ধিঃ
আপনি যখন কোন কিছু গুগল সার্চ ইঞ্জিনে খোঁজেন তখন সার্চ রেজাল্টে BlogSpot ডোমেইন এর কোন আর্টিকেল পেলে সেটি না পড়ে টপ লেভেলের ডোমেইন সম্বলিত ব্লগের ঠিকানা খোঁজতে থাকেন। তার কারন হচ্ছে নরমালি BlogSpot ব্লগের উপর আপনি ভরসা করতে পারেন না। যার কারনে ভালোমানের কনটেন্ট নিয়ে র্যাংক করা সত্বেও অধিকাংশ ভিজিটর ব্লগের আর্টিকেল পরিহার করার চেষ্টা করে। কাজেই পাঠকের কাছে ব্লগের গুরুত্ব বৃদ্ধির জন্য অবশ্যই একটি টপ লেভেলের Custom Domain যুক্ত করে নিবেন।২। এসইও এর ক্ষেত্রে সুবিধাঃ
এটি নিঃসন্দেহে বলা যায় যে, একটি BlogSpot ডোমেইন এর চাইতে টপ লেভেলের কাষ্টম ডোমেইনকে সার্চ ইঞ্জিন অধিক প্রাধান্য দিবে। এ বিষয়টি আপনার ব্লগ Google Search Console এ সাবমিট করার পর অনুধাবন করতে পারবেন। কারণ সার্চ ইঞ্জিন বট BlogSpot ডোমেইন এর ব্লগকে ক্রল করবে কিন্তু সহজে Index করবে না। আর যতক্ষণ পোষ্ট সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে না ততক্ষণ পর্যন্ত পোস্ট সার্চ রেজাল্টে শো করবে না।৩। অল্প দামঃ
আমি আগেও বলেছি মাত্র ৬০০/৭০০ টাকায় একটি টপ লেভেলের ডোমেইন কিনতে পাওয়া যায়। কাজেই একটি টপ লেভেলের ডটকম ও ডট নেট Custom Domain ডোমেইন কিনতে আমার মনেহয় আপনাকে আর্থিক কোন সমস্যায় পড়তে হবে। কারন ব্লগস্পটের ক্ষেত্রে কোন হোস্টিং কিনার জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে না। আপনি ইচ্ছে করলে এই লিংকে ক্লিক করে HostMight থেকে ডোমেইন কিনতে পারেন।৪। অ্যাফিলিয়েট প্রমোটঃ
একটি ব্লগস্ট ব্লগের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে অবশ্যই একটি ডটকম Custom Domain সেট করে নিবেন। কারণ অ্যাফিলিয়েট কোম্পানি BlogSpot ডোমেইনে কোনভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনুমোদন করবে না। তাছাড়া নিজের পন্য প্রমোট করতে চাইলেও অবশ্যই একটি ভালোমানের ডোমেইন লাগিয়ে নিতে হবে।৫। গুগল এ্যাডসেন্স অনুমোদনঃ
এক সময় ছিল যে কোন ধরনের ব্লগে খুব সহজে গুগল এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যেত। কিন্তু সম্প্রতি গুগল এ্যাডসেন্স এর টার্ম এন্ড কন্ডিশন আরো কঠিন হওয়ার কারনে কোন ভাবে Custom Domain ব্যতীত BlogSpot ডোমেইনে এ্যাডসেন্স অনুমোদন করছে না। আমি এ বছরের শুরুর দিকে একটি ব্লগস্পট ব্লগ দিয়ে গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করেছিলাম কিন্তু তিন মাস অতিবাহিত হওয়া সত্বেও এখনো পর্যন্ত এ্যাডসেন্স টিম আমার আবেদনের কোন জবাব দেয়নি।৬। সোসিয়াল মিডিয়া প্রমোটঃ
বিভিন্ন সোসিয়াল মিডিয়াতে আপনার ব্লগকে প্রমোট করতে চাইলে অবশ্যই একটি Custom Domain যুক্ত করে নিতে হবে। কারণ সোসিয়াল মিডিয়াতে আজকাল মানুষজন ভালোমানের ব্লগ ব্যতীত ভিজিট করতে চায় না। তাছাড়া ফেইসবুক, টুইটার ও পিনটারেস্ট এর মত জনপ্রিয় সোসিয়াল মিডিয়াগুলো BlogSpot ডোমেইনকে প্রাধান্য দেয় না।৭। প্রফেশনাল ব্লগঃ
আপনি একটি BlogSpot ডোমেইন দিয়ে ব্লগে যত ভালোমানের আর্টিকেল শেয়ার করুন না কেন ভিজিটরদের কাছে আপনার ব্লগের প্রফেশনাল ভাব ফুটে উঠবে না। একটি ব্লগকে ব্রান্ডিং হিসেবে পরিচিত করার ক্ষেত্রে টপ লেভেলের Custom Domain এর বিকল্প কিছুই নেই।কি ধরনের Custom Domain কিনবেন?
সাধারণত ডটকম ও ডট নেট টাইপের ডোমেইন গুলোর গুরুত্ব বেশী। কাজেই আমার পরামর্শ থাকবে যে, আপনার ব্লগের বিষয়ের সাথে মিল রেখে একটি ডটকম ডোমেইন যুক্ত করবেন। ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে আপানার ব্লগের সাথে সামঞ্জস্য রেখে ইংরেজী ও সহজ নাম বাছাই করবেন। অনেক ক্ষেত্রে দেখায় যায় বেশীর ভাগ লোক ব্লগের এমন ডোমেন নির্বাচন করে যেটির বানান মনে রাখা কষ্ট হয়ে যায়। তাছাড়া বাংলা নামের ডোমেইন নিলেও বাংলা নামটি ইংরেজীতে বানান করার করতে সমস্যা পড়তে হয়।উদাহরণ হিসেবে দেখুন - আমার পূর্বের ব্লগের নাম ছিল প্রযুক্তি ডট কম। এই ডোমেইনটির ইংরেজী বানান ছিল Prozokti.Com. এখানে অনেকেই প্রযুক্তি বানানটি লেখার ক্ষেত্রে Projukti, Projukthi, Prozukti, Prozukthi ইত্যাদি নামে সার্চ করত। এতেকরে ব্লগ না পেয়ে অন্যের ব্লগে চলে যেত। কাজেই সহজ ও ইংরেজী নামের ডোমেইন নিতে পারলে অনেক ক্ষেত্রে বানান মনে রাখার বিষয়টি সহজ হয়ে যায়।
সর্বশেষঃ আসলে আজকের পোস্টের মাধ্যমে আমি একটি BlogSpot ব্লগের জন্য Custom Domain ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝানোর চেষ্টা করেছি। আশাকরি আপনি বিষয়টি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা পেয়েছেন। আপনাদের সাপোর্ট পেলে BlogSpot ব্লগে Custom Domain সেটআপ করার একটি পূর্ণাঙ্গ পোষ্ট শেয়ার করার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।