আশা করি ভালো আছেন সবাই। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।
আর তা হলো
কিভাবে হেডার টাইট্যালে গ্রেডিয়ান ইফেক্ট দিবেন।
![]() |
কিভাবে হেডার টাইট্যালে গ্রেডিয়ান ইফেক্ট দিবেন। |
এক ভাই আমাদের Whatsapp Group এ বলেছিলেন এ টিউটোরিয়ালটির জন্য ।
তাই সকলের মাঝে শেয়ার করলাম।
ডেমুঃ
![]() |
কিভাবে হেডার টাইট্যালে গ্রেডিয়ান ইফেক্ট দিবেন। |
গ্রেডিয়ান ইফেক্ট কি?
একটি বাক্যে একের অধিক কালার বা রং ব্যাবহার করা কে গ্রেডিয়ান ইফেক্ট বলে।
কিভাবে করবেনঃ
প্রথমে ব্লগারে লগিং করেন।
তারপর লেআউট থাকে থিম এ যান। এখন এডিট এইস টি এম এল এ ক্লিক করেন।
এবার কীবোর্ড থেকে Ctrl+F একসাথে প্রেশ করেন।
তারপর সার্চবারে </b:skin> লিখে ট্যাগটি খোজে বের করুন।
এবং নিছের কোডগুলো </b:skin> লিখাটির উপরের লাইনে পেস্ট করুন।
h1 {অবশেষে থিম সেইভ করুন।
background: -webkit-linear-gradient(-15deg, #00004d 0%, #D81B60 30%, #21c72d 100%);
-webkit-background-clip: text;
-webkit-text-fill-color: transparent;
}
কাস্টোমাইজঃ
আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার বা রং চেঞ্জ করতে পারবেন।
![]() |
কিভাবে হেডার টাইট্যালে গ্রেডিয়ান ইফেক্ট দিবেন। |
শেষ কথাঃ
এই টিউটোরিয়ালটির মাধ্যে আপনার যদি কোনো উপকার হয়, তাহলে কমেন্ট করতে ভুলবেন না।