বানিয়ে নিন Google এর মত একটি সার্চ ইঞ্জিন আপনার Wapkiz সাইটে

আস্সালমু আলাইকুম বন্ধুরা। সবাই নিশ্চয় ভালো আছেন। অনেক দিন ধরে ব্লগ সাইট নিয়ে পোস্ট করছি। তাই ভাবলাম আজ অন্য কিছু নিয়ে পোস্ট করি। কিন্তু কি নিয়ে পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মনে পড়ল কেমন হয় যদি Google এরমত সার্চ ইঞ্জিন বনানোর একটি রিভিউ দেয় তাও আবার Wapkiz এর জন্য!!! তাই আর দেরি না করে লিখতে বসলাম। শুরুতে বলে নেই TrickBook24 আমার নতুন ব্লগ। আপনি এখানে এসেছেন কিছু জানতে। কিন্তু দয়া করে আমার পোস্ট কেউ কপি করবেন না। এটা ছোট ভাই হিসেবে আমার রিকুয়েস্ট।
তো সে যায় হোক, আজকে আপনাদের আলোচনার বিষয়ঃ কিভাবে তৈরি করবেন Google এর মত একটি সার্চ ইঞ্জিন আপনার Wapkiz সাইটে? আমি আজকে আপনাদের সাথে যে কোডগুলো শেয়ার করব সেগুলো আমার কারোর কাছ থেকে সংগ্রহ করা না। কোডগুলো আমি সুম্পুর্ন নিজে ডিজাইন করেছি।। আপনারা নিচের লিংটি থেকে ডেমো দেখে আসুন তাহলে সুবিধা হবে।
তো ডেমো তো দেখে নিলেন নিশ্চয় খারাপ লাগে নি। তো আর কথা বাড়াচ্ছি কেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে এরকম একটি ওয়েবসাইট বানানো যায়।
 বানিয়ে নিন Google এর মত একটি সার্চ ইঞ্জিন আপনার Wapkiz সাইটে


যেভাবে বানাবেন Google এরমত একটি সার্চ ইঞ্জিনঃ
  • প্রথমে চলে যান Wapkiz.com এ। এবং লগিন করে নিন আপনার একাউন্টে। 
  • এবার আপনি সুন্দর একটি নাম দিয়ে নতুন একটি ওয়েবসাইট তৈরি করে নিন। আশা করি জানেন কিভাবে নতুন সাইট তৈরি করতে হয় তাই আর কিছু বললাম না।  
  • এবার ঐ সাইটের panel এ গিয়ে Templete অপশনে ক্লিক করুন। 
  • এখন আপনার সাইটের Templete টি blank রাখুন। 
  • এবার হোম পেজে গিয়ে দেখুন সাইটটি blank অর্থাৎ কিছু ই নেই এমন পেজ আছে কিনা।  যদি থাকে তাহলে html/javascript অপশনে ক্লিক করুন । 
  • তারপর নিচের কোডটি কপি করে নিয়ে ঐ খানে নিয়ে পেস্ট করে দিন।  
  • এবার save করে দিন। ব্যাস হয়ে গেলো আপনার সার্চ ইঞ্জিন। 
সাইটটি কাজ করছে কিনা পরিক্ষা করতে কিছু সার্চ করে দেখুন।  আর আপনি চাইলে ঐ সাইটে wap4dollar এর কিছু ad বসিয়ে কিছু ইনকাম করে নিতে পারেন।
আর হ্যাঁ, যেহেতু কোডগুলো আমার ডিজাইন করা তাই আমার দেওয়া লিংক এবং লোগো শো করবে।  আপনারা নিজের মতো কাস্টোমাইজ করে নিবেন। আর যদি আপনারা Google এর মতো লোগো বানাতে না পারেন তাহলে আমার Facebook পেজে একটি মেসেজ দিবেন।  ফ্রিতে বানিয়ে দিব।
আমার Facebook Page

যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আমার আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। খোদাহাফেজ।




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!