ওয়েব ডিজাইন-০১ |
ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মুলত অনলাইনের অনেক বড় একটি সেক্টর। আপনি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য হউক বা অনলাইন থেকে উপার্জনের জন্যই হউক, যেইজন্যই আপনি শিখেন নাই কেন? প্রথমেই যখন আপনি এই সেক্টরটিতে আসাবেন বা এই সেক্টরটিতে কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন অথবা যদি আপনি একটু একটু কাজ শেখা শুরু করে দেন। তখন আপনি দেখেতে পাবেন যে এটি নির্দিষ্ট কোন একটা বিষয় না বরং এখানে রয়েছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিক এবং একেকটা টপিক অপর টপিক থেকে আলাদা আলাদা হয়ে থাকে।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সর্ম্পকে ধারণা ঃ
যেমন-
- HTML
- CSS
- Javascript
- JQuery
- PHP
- ASP.net
- MySQl
- CMS
- WordPress
- Drupal
- Joomla
- Magento
- Bootstrap
ইত্যাদি আর বিভিন্ন রকমের ওয়ার্ড এই সেক্টরটিতে আপনারা পাবেন। সর্বপ্রথমে আপনার যখন এই সেক্টরটিতে আসবেন কাজ করার উদ্দেশ্যে এবং আশার পর যখন দেখবেন যে এখানে বিভিন্ন টপিকের বিভিন্ন বিষয় রয়েছে। তখন আপনাদের মাথায় টেনশন ডুকে যায়। আর হতাশ হয়ে বলতে শুরু করেন। হায়! হায়! হায়!
হতাশার ছবি |
এই যে এ বিষয়গুলো নিয়ে আপনাদের মনে কনফিউশনের সৃষ্টি হয় বা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। আর এই বিষয়টি সুপরামর্শ দেওয়ার জন্যই মুলত আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসে আনপদের কে বুঝানোর চেষ্টা করব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন বা কিভাবে ওয়েবসাইট তৈরির প্রসেসটা হয়ে থাকে। কোন কাজটা শিখলে আপনি একচুয়্যালি আপনি কি করতে পারবেন এবং কোনটা দিয়ে একটি ওয়েব সাইটের কোন অংশ করা হয়। আশা করি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার পর আপনাদের মনে আর কোন কনফিউশন থকবে না। তাহলে চলুন মুল আলোচনা শুরু করা যাক-
কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা হয়?
বিল্ডিং তৈরির নকশা |
PSD Template |
কোডিং পর্ব |
কোনটার জন্য কি শিখবেন?
- PSD Template ফাইল তৈরি করা মুলত কোন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারের কাজ নয়। এটি সাধারণত গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করে থাকে। তাই এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই।
- ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক সাইট তৈরি করা হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ । এর জন্য যে বিষয়গুলো জানতে বা শিখতে হবে সেগুলো হলো- HTML, CSS, JavaScript+JQuery Etc.
- ডায়নামিক সাইট তৈরি করা হচ্ছে ওয়েব ডেভেলপারদের কাজ। এটার জন্য আপনার চাহিদার জন্য অনেক কিছু জানা প্রয়োজন। সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।