![]() |
তৈরি করে নিন আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য একটি সুন্দর এন্ড্রয়েড এ্যাপ! |
অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে আমার সুবিধা কি?
এর উত্তর এ আমি বলব সুবিধা আছে। কেননা আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানান এবং আপনার ওয়েবসাইট বা ব্লগে পাবলিশ করেন আর যদি আপনার ওয়েবসাইট বা ব্লগের ভিজিটররা সেই এ্যাপটি ডাউনলোড করে ইউজ করে তাহলে তো লাভ আপনারই। কেননা ভিজিটররা খুব সহজে এ্যাপটির মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে কোন প্রকার ব্রাউজিার ছাড়া। অ্যাপের মাধ্যমে আপনিও খুব সহজেই আপনার ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারেন।
আমি কিভাবে এ্যাপ বানবো?
প্রথমেই আপনি চলে যান AppGeyser.comএই ওয়েবসাইটটিতে। এখানে গেলে নিচের মত একটি পেজ ওপেন হবে। এবার Creat App বাটনে ক্লিক করুন।
এরপর নিচের বক্সে সুন্দর একটি ডেস্ক্রিপশন দিন।
এবার Create বাটনে ক্লিক করার পর যেহেতু আমাদের এই সাইটে কোন অ্যাকাউন্ট নেই তাই নিচের মত দেখাবে। এখান থেকে Sing in with Google অপশনে ক্লিক করে আপনার জিমেইল দ্বারা লগইন করে নিন।
এরপর আপনি চলে আসবেন আপনার ড্যাসবোর্ডে। সেখান থেকে একটু নিচে এসে Download apk বটনে ক্লিক করুন।
নিচের মত ডাউনলোড লিংক এসে গেলে আপনার তৈরি ক্রিত এ্যাপটি ডাউনলোড করুন।
আশা করি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি সম্পূর্ণ কাজ টি করতে পারবেন। তবুও যদি না বুঝেন কমেন্ট করে জানান।
এ্যাপটি কি আমি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারব?
হ্যা পারবেন। আপনাদের সুবিধার্থে এটি নিয়ে পরে একটি টিউটোরিয়াল লিখব। তাছাড়া ওখানে একটি ভিডিও টিউটোরিয়াল থাকবে এটি নিয়ে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি বাংলা টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে জানান আমি এটি নিয়ে একটি টিউটোরিয়াল শেয়ার করব।
Note: দয়া করে আমার পোস্টি কেউ কপি করবেন না। ধন্যবাদ।
😍😍😍
ReplyDeletegreat post
ReplyDeleteThank you so much 💝
Delete↖(^ω^)↗
ReplyDelete