[Hot Post] Xtgem এ একাউন্ট খুলে বানিয়ে ফেলুন সুন্দর একটি ওয়েবসাইট!! কেউ মিস করবেন না!!

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালোই আসেন। আর আজকের পোস্টটি পড়ার পর আরও ভালো হয়ে যাবেন। আজকের পোস্টটি খুবই মজাদার হতে চলেছে। কেননা আজকে আপনি তৈরি করতে যাচ্ছেন xtgem এ নিজের একটি একাউন্ট। তাই সম্পূর্ণ পোস্টটি একদম মনোযোগ সহকারে পড়বেন।

 Wapkiz এর মতো xtgem ও ফ্রিতে ওয়েবসাইট বানানোর সুবিধা দিয়ে থাকে। তবে Wapkiz এবং Xtgem এক না। xtgem এ রয়েছে বিভিন্ন ধরণের ফিসার,যা হয়তো Wapkiz এ নেই। আর Wapkiz এর এডমিন পেনেল যতটা সহজ Xtgem এর এডমিন পেনেলটি ততটা সহজ না। একটু জটিল, তবে আস্তে আস্তে সব বুঝে যাবেন। সে যায় হোক আজকে আমি আপনাদের কে দেখাব xtgem এ একাউন্ট খুলে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক।
[Hot Post] Xtgem এ একাউন্ট খুলে বানিয়ে ফেলুন সুন্দর একটি ওয়েবসাইট!! কেউ মিস করবেন না!!
যেভাবে xtgem এ একাউন্ট খুলবেনঃ
•এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে এই লিংকে। দেখুন নিচের মতো একটি পেজ ওপেন হবে।
•এখানে প্রথম বক্সে আপনার মেইল দিন , ২য় বক্সে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিন, ৩য় বক্সে আপনার পাসওয়ার্ড টি পুনরায় লিখুন। এবার নিচের মতো Captcha পুরন করুন । এবার ৩য় ঘরে আপনার সাইট এর নাম দিন।  (মনে রাখবেন আপনার সাইটের নামটি ১০০% ইউনিক হতে হবে, তা নাহলে Error দেখাবে) নিচে দেখুন।

•এবার Sing up বাটনে ক্লিক করুন। [যদি রেজিস্ট্রিশন করতে কোনো সমস্যা হয় তাহলে সাইটের ভার্সন চেন্জ করে Mobile ভার্সন করুন।]
•সবকিছু ঠিক ঠাক ভাবে করলে আপনাকে নিচের মতো একটি পেজ এ নিয়ে আসবে। এখান থেকে Site Template এ ক্লিক করুন। 

•এরপর যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে Confirm and customization বাটনে ক্লিক করুন।


•এবার আপনাকে যে কোনো Color বাছতে বলবে, আপনি উচ্চ মতো একটি color এ ক্লিক করুন


•এবার confirm বাটনে ক্লিক করুন।

এবার আপনাকে File Browser এর index ফোল্ডারে নিয়ে চলে আসবে। এখান থেকে নিচ থেকে File Browser এ ক্লিক করুন 


•এখন দেখুন আপনাকে File browser পেজে নিয়ে চলে এসেছে। এখান থেকে আপনি আপনার সাইটের সবকিছু কন্ট্রল করতে পারবেন। এখন আপনার সাইট ভিজিট করার জন্য Admin panel এ ক্লিক করুন



•এখন দেখুন আমার সাইট গুলো দেখা যাচ্ছে। এখন আপনার সাইট লিংকে ক্লিক করুন। 



তো এই ছিল আমার আজকের পোস্ট। আজকে আপনার পেনেলে একটু ঘাটাঘাটি করুন। পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে আপনার সাইটে CSS থিম যুক্ত করবেন এবং সাইট ডিজাইন করবেন। 
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদাহাফেজ। 





POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!