ধরুন আপনি ৫ - ৬ টা আলাদা আলাদা স্টাইলের লোগো বানালেন। কিন্তু ঔ ৬টা লোগো তো আপনি একসাথে আপনার সাইটে সেট করতে পারবেন না। সাধারণত একটি লোগোই আপনি আপনার সাইটের সেট করতে পারবেন। কিন্তু আমি যে Javascript কোডটি শেয়ার করব সেটির মাধ্যমে আপনার সাইটে একের অধিক লোগো সেট করতে পারবেন। এবং পেজ রিলোড করার সাথে সাথে লোগোও চেন্জ হবে। তো চলুন নেওয়ার যাক।
যেভাবে লোগো সেট করবেনঃ
প্রথমে আপনি আগে থেকে ৬টি স্টাইলিস লোগো তৈরি করে রাখুন। লোগো তৈরি করার জন্য Flamingtext.com এই সাইটের সাহায্য নিতে পারেন। তারপর লোগো বানানো হয়ে গেলে তা ডাউনলোড করে আপনার সাইটের যে কোনো ফোলডারে আপলোড দিন।
এবার নিচের কোডটি কপি করে রাখুন
<script language="JavaScript">নিচ থেকে কোড কপি করুনঃ
<!--
/*
Random Image Script- By WapBook24™ (http://Wapbook24.xtgem.com)
Over 400+ free JavaScripts here!
Keep this notice intact please
*/
function random_imglink(){
var myimages=new Array()
//specify random images below. You can have as many as you wish
myimages[1]="Your_Image"
myimages[2]="Your_Image"
myimages[3]="Your_Image"
myimages[4]="Your_Image"
myimages[5]="Your_Image"
myimages[6]="Your_Image"
var ry=Math.floor(Math.random()*myimages.length)
if (ry==0)
ry=1
document.write('<img src="'+myimages[ry]+'" border=0>')
}
random_imglink()
//-->
</script>
<p align="center">This free script provided by<br />
<a href="http://wapbook24.xtgem.com">WapBook24</a></p>
এবার নিচের ধাপ গুলো অনুসারে কাজ করুনঃ
•প্রথমে আপনার সাইটের পেনেল মুডে গিয়ে Header এ ক্লিক করুন।
•তারপর উপর থেকে item এ ক্লিক করুন
•আপনার আগের যে লোগো কোডটি ছিল ঐটা খুজে বের করে E তে ক্লিক করুন
•আগের কোড গুলো মুছে দিয়ে আমার দেওয়া কোডটি পেস্ট করুন।
•আগেই সেভ করার দরকার নেই।
পরিবর্তনঃ
কোডটি তে Your_Image লেখাটি পরিবর্তন করে যে ৬টি লোগো আপনার সাইটে আপলোড দিয়েছিলেন সেগুলোর প্রতেক্টির লিংক পর্যায়ক্রমে পেস্ট করুন। এখন html/javascripts ইজিটরটি সেভ করে দিন।
এবার আপনার সাইট ভিজিট করুন এবং পেজ রিলোড করতে থাকুন। সব ঠিকঠাক ভাবে করলে দেখুন প্রতিবার আপনার সাইটের লোগো চেন্জ হচ্ছে।
এরকম আরও কোড পেতে ভিজিট করুন
Wapbook24.xtgem.com
তো বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। পরবর্তী তে আরও এরকম টিউটোরিয়াল পেতে প্লিজ আমার ব্লগ ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।