ওয়েবমাস্টারদের জন্য দারুন একটি ওয়েবসাইট সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন টুল্স!!!

আজকে আপনাদের জন্য একটি সাইট রিভিউ নিয়ে চলে আসলাম। আমরা যারা ওয়েবমাস্টার তাদের জন্য সাইটটিতে রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন টুল্স। যেগুলো ফ্রিতেই উপভোগ করতে পারবেন। তো চলুন সাইটটি সম্পর্কে যেনে নেওয়া যাক।


ওয়েবমাস্টারদের জন্য দারুন একটি ওয়েবসাইট সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন টুল্স!!!

সাইটটির কিছু বৈশিষ্ট্য:
Site Name: WapNetBD
Site Type: Online Tools Services
Site Developer: Me
Site URL: http://wapnetbd.xtgem.com

সাইটটি মুলত তৈরি করা হয়ে আপনাদের উপকারর জন্য। এখানে এমন এমন কিছু টুল্স রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে উপকৃত হবেন। এছাড়া ওয়েবডেভলপমেন্ট করতেও টুল্স গুলো অনেক উপকারে আসবে।

তো এক নজরে দেখে নিই সাইটটিতে আপনারা কি কি সুবিধা পাবেনঃ
- ওয়েবমাস্টারদের জন্য রয়েছে
Html Editor
Html Encoder
Html to Javascript Converter
Javascript Code Maker
Color Code
Color Chart
RGB Color Code Convert
Open Graph Meta Tags Generators. ...........


এছাড়াও রয়েছে অনেক কিছু আপনারা দেখে নিবেন।
সাইটে কিছু SEO টুল্সও রয়েছে যে গুলো ব্যবহার করে সাইটের SEO করতে পারবেন।


চলুন কিছু অনলাইন টুল্স দেখে নেওয়া যাক --

Html Editor
Html Editor Tools এমন একটি টুল্স যেটির মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে Html কোড তৈরি বা ইডিট করতে পারবেন। এজন্য এখানে কিছু অপশন দেখতে পাবেন আপনাকে শুধু অপশন গুলো ব্যবহার করতে হবে।

Html to Javascript Converter
Javascript Code Maker টুল্স যেটির মাধ্যমে আপনি মাত্র এক সেকেন্ডে যেকোনো Html কোডকে JS বা Javascript কোডে পরিবর্তন করতে পারবেন। খুবই মজার একটি টুল্স।

Javascript Code Maker
Javascript Code Maker ব্যবহার করে আপনি খুব সহজেই কিছু প্রয়োজনীয় Javascript কোড তৈরি করতে পারবেন। এর জন্যে আপনাকে আলাদা করে Javascript শেখা লাগবে না। Html Editor টুল্স এর মতো আপনাকে শুধু কিছু অপশন ব্যবহার করতে হবে। ব্যাস।

OP Graph Meta Tags Generators
OP Graph Meta Tags Generators খুবই গুরুত্ব পুর্ণ টুল্স এটি। এই টুলটি আপনাকে SEO করতে খুবই সাহায্য করবে।
এর জন্য আপনাকে উক্ত লিংকে গিয়ে আপনার সাইট অনুসারে প্রয়োজনীয় Word গুলো লিখে Create বাটনে ক্লিক করুন ।
এরপর একটি কোড পাবেন, সেটি আপনার সাইটের  ..... ট্যাগের মাঝে পেস্ট করে দিন। ব্যাস। কাজ শেষ।

Color Codes
Color Codes and Hext টুলটি আপনার সাইট রঙিন করতে অনেক সাহায্য করবে। এখানে আপনি প্রায় 100 টি Color Code পেয়ে যাবেন।

আরও অনেক অনেক টুল্স রয়েছে যেগুলো বিস্তারিত বলা সম্ভব নয়। আপনারা নিজেরায় না হয় দেখে নিবেন।

Last Word
এটা ছিল আমার প্রথম সাইট রিভিউ পোস্ট। সাইটটি যদি ভালো লাগে তাহলে Bookmark করে রাখুন এবং ইনজয় করুন। আর যদি ভালো না লাগে অন্ততত একবার ঘুরে আসুন হয় তো ভালো লাগবে। সাইট লিংক
 http://wapnetbd.xtgem.com

বিভিন্ন ধরনের সাইট ডিজাইনিং কোড পেতে ভিজিট করুন
http://wapbook24.xtgem.com






POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!