যেভাবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেনঃ
কাজটি মোটেও কঠিন কিছু না সাধারন কয়েকটি স্টেপ পার করলেই সফল হয়ে যাবেন কাজটি করতে , তাহলে নীচের টিপস গুলো দেখুন আর কাজ করুন ।
- প্রথমে এই পেজে যান - developers.google.com তারপর যে পেজ আসবে সেখান থেকে একটু নীচে যান দেখুন Contents লিস্ট এর মধ্যে একটা Configure a button নামে অপশন আছে তাতে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- এবার সেই পেজে অটো একটি পেজ আসবে সেখানে আপনি Configure a button নামে পেজ পাবেন সেখানে আপনি Channel Name or ID: এর যাইগাই আপনার চ্যানেল নাম বা ID বসান । নীচের চিত্রে দেখুন ।
- সব কিছু করার ওখানেই দেখুন কিছু কোড পাবেন সেগুলোকে আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন
- ব্যবহার করার জন্য আপনি আপনার সাইটের এ্যাডমিন পেনেলে গিয়ে যেখানে বাটন দেখাতে চান সেখানে সেই কোড গুলোকে পেস্ট করুন তারপর সেভ করে নিন ।
- এর জন্য আপনি Youtube.com ওপেন করুন তারপর বাম পাশে দেখুন My Channel এ ক্লিক করুন এবং চ্যানেল বানিয়ে নিন ।
- তাহলে আপনি নীচের চিত্রে দেখুন কিভাবে চ্যানেল ID পাবেন ।
ব্যাস হয়েগেল আশাকরি বুজতে কোন সমস্যা হলনা আমার এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন । কোন রকম সমস্যা হলেও জানাবেন আমার সামনের পোস্ট অপেক্ষাই থাকুন এবং এই ধরনের নতুন নতুন পোস্ট পেতে অবশ্যই আমার চ্যানেল MH Gaming Ltd Subscribe করে আসুন । তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
#Tags: YouTube Subscribe button, subscribe button, YouTube, Subscribe, how to, subscribe button, add Subscribe button, add button, Chanel I'd, channel Subscribe, YouTube channel Subscribe button,
Visit : http://wapbook24.xtgem.com/
ReplyDeletehttp://wapnetbd.xtgem.com/