কিভাবে আপনার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন!!

বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো ও সুস্থ আছেন । আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন পোস্ট নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো লাগবে সঙ্গে কাজেও লাগবে । হুম YouTube Subscribe ইউটিউব বর্তমান সময়ে খুব জনপ্রিয় সবাই যানে এর কাজ কি আশাকরি নতুন করে কিছুই বলতে হবে না । এবং ফেসবুক এর মতো ইউটিউবও আমাদের চ্যানেল আছে যেখানে আপনার ভিডিও Upload করি যদি না করে তাহলে আজকে থেকে শুরু করে দিন । এটা ব্যবহার করার ফলে আপনার সাইটের নাম বাড়বে সঙ্গে ভিজিটর ও আছে । তাহলে কিভাবে করবেন নীচের স্টেপ দেখে দেখে করুন ।


যেভাবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেনঃ
কাজটি মোটেও কঠিন কিছু না সাধারন কয়েকটি স্টেপ পার করলেই সফল হয়ে যাবেন কাজটি করতে , তাহলে নীচের টিপস গুলো দেখুন আর কাজ করুন ।
  • প্রথমে এই পেজে যান - developers.google.com তারপর যে পেজ আসবে সেখান থেকে একটু নীচে যান দেখুন Contents লিস্ট এর মধ্যে একটা Configure a button নামে অপশন আছে তাতে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
  • এবার সেই পেজে অটো একটি পেজ আসবে সেখানে আপনি Configure a button নামে পেজ পাবেন সেখানে আপনি Channel Name or ID: এর যাইগাই আপনার চ্যানেল নাম বা ID বসান । নীচের চিত্রে দেখুন ।


  • সব কিছু করার ওখানেই দেখুন কিছু কোড পাবেন সেগুলোকে আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন 

  • ব্যবহার করার জন্য আপনি আপনার সাইটের এ্যাডমিন পেনেলে গিয়ে যেখানে বাটন দেখাতে চান সেখানে  সেই কোড গুলোকে পেস্ট করুন তারপর সেভ করে নিন ।

নোটঃ যারা নতুন তার দেখেনিন কিভাবে চ্যানেল পাবেন

  • এর জন্য আপনি Youtube.com ওপেন করুন তারপর বাম পাশে দেখুন My Channel এ ক্লিক করুন এবং চ্যানেল বানিয়ে নিন । 
  • তাহলে আপনি নীচের চিত্রে দেখুন কিভাবে চ্যানেল ID পাবেন ।



ব্যাস হয়েগেল আশাকরি বুজতে কোন সমস্যা হলনা আমার এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন । কোন রকম সমস্যা হলেও জানাবেন আমার সামনের পোস্ট অপেক্ষাই থাকুন এবং এই ধরনের নতুন নতুন পোস্ট পেতে অবশ্যই আমার চ্যানেল MH Gaming Ltd Subscribe করে আসুন । তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

#Tags:  YouTube Subscribe button, subscribe button, YouTube, Subscribe, how to, subscribe button, add Subscribe button, add button, Chanel I'd, channel Subscribe, YouTube channel Subscribe button,




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!