কিভাবে কোড ব্যবহার করে ব্লগারের পোষ্টের মধ্যে গুগল Adsense এর বিজ্ঞাপন দিবেন!!?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে  ব্লগারের পোষ্ট এর ভিতর যে কোন বিজ্ঞাপন অটোমেটিক বসাবো।  হয় তো ইতিমধ্যে  অনেকে এর জন্য গুগলে সার্চ করে খুঁজেছেন। কিন্তু হয় তো অটোমেটিক বিজ্ঞাপন বসানো কোড পাইননি। তাই আমি আজকে নিয়ে আসলাম এই টিউটোরিয়াল টি যে কিভাবে ব্লগারের পোস্টে ভিতরত automatic কোড বসানো যায়। বেশি কথা না বলে আজকের মূল বিষয় চলে আসি। এখন দেখাব কিভাবে ব্লগের পোস্টের ভিতরে অটোমেটিক গুগল এ্যাড দেখাবেন।


এখন নিচের স্টেপ গুলো ফলো করুন
  • প্রথমে ব্লগার ড্যাশবোর্ড হতে Theme > Edit HTML এ ক্লিক করুন।। 
  • তারপর নিচের ট্যাগটি খুঁজে  বের করুন 
     <data:post.body/>


  • যদি খুঁজে বের করতে সমস্যা হয় তাহলে কম্পিউটারে Ctr+F এ ক্লিক করে সার্চ দিন 


  • তারপর এখানে নিচের দেওয়া কোডটি পেস্ট করুন

    • তারপর  <!--Place Your Prased Adsense Adcode here--> এই লেখাটা ডিলিট করে দিয়ে আপনার এডসেন্স বিজ্ঞাপন এর কোড দিন । এই লেখা দুইটি জায়গায় আছে

    • আপনার কাজ শেষ এখন সেভ দিয়ে দিন
    • তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে
    কাজটি খুবই সহজ আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন।  তবুও যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।  আর আমার পরবর্তী টিউটোরিয়াল এর জন্য অপেক্ষা করবেন।  ধন্যবাদ।




    POST VIEWSl

    website counter








    Next Post Prev Post

    Facebook

    Get the latest article updates from this site via email for free!