আসসালামুআলাইকুম বন্ধুরা।
সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমার আলোচনার বিষয়ঃ
কিভাবে আপনার ব্লগে ফ্লটিং শেয়ার বাটন যুক্ত করবেন? আমরা অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরণের শেয়ার বাটন যুক্ত করা থাকে। এই শেয়ার বাটনের মাধ্যমে অনেকে তার ব্লগ সাইট বা ওয়েব সাইটে প্রচুর পরিমানে ভিজিটর পেয়ে যাচ্ছে । তাই আমি আজ আপনাদের সাথে যে শেয়ার বাটন নিয়ে কথা বলব সেটি দেখতে খুবই সুন্দর এবং খুবই রিস্পন্সিভ।
আপনার ব্লগ সাইটে যদি এমন কোনো ফ্লটিং শেয়ার বাটন না থাকে তাহলে আমার এই পোস্টের মাধ্যমে আপনি আপনার ব্লগে এমন একটি শেয়ার বাটন যুক্ত করতে পারবেন। যেটি আপনার ব্লগটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই শেয়ার বাটন যুক্ত করতে হয়।
যেভাবে যুক্ত করবেন আপনার ব্লগে ফ্লর্টিং শেয়ার বাটনঃ- প্রথমে আপনার ব্লগ সাইটের ড্যাশবোর্ডে যান
- এরপর মেনু থেকে layout এ ক্লিক করুন
- এবার আপনার পছন্দমত জায়গা থেকে add a gadget অপশনটি সিলেক্ট করে নতুন একটি গ্যাজেট এড করুন
- তারপর html/javascripts নামে গ্যাজেট টি এ্যাড করে নিন
- এরপর কনটেন্ট বক্সে দেওয়া আমার দেওয়া কোডগুলো নিয়ে পেস্ট করে দিন
- তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিন।
কোডঃ
উপর-নিচ বরাবর শেয়ার বাটনের কোড -
আড়াআড়ি বরাবর শেয়ার বাটনের কোড -
ডেমো দেখতে নিজের বটনে ক্লিক করুন।
কাজটি খুবই সহজ। আশা করি আপনারা কোন প্রকার ঝামেলা ছাড়াই কাজটি করতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যয় লাইক বাটনে একটি লাইক দিবেন। পরবর্তীতে আমি আরও এরকম পোস্ট নিয়ে হাজির হব। ততক্ষন পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
POST VIEWSl