Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই।

আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি।
সতর্কতাঃ
windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না।

প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://ift.tt/3CmnINB

Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://ift.tt/39igKwz ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে।

ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন।

তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন।

iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন।
এরপর windows এর ভার্সন সিলেক্ট করুন pro/home/education…..

তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো চেঞ্জ না করে নেক্সট এ যান।

ফলে ফাইল বিল্ড করা শুরু করবে।

ডাটা ডিস্ট্রয় এর ওয়ার্নিং দিবে। নেক্সট।

আরও একবার নেক্সট।
এরপর পিসি রিস্টার্ট হবে ও ইনস্টলেশন শুরু হবে।


তারপর দেশ, পিন…… সেট করুন। নিজে পড়লেই বুঝতে পারবেন।


কাজ শেষ।

অনেকের windows 11 এর original graphics আসে না। তারা intel থেকে 0$ দিয়ে গ্রাফিক্স ড্রাইভার কিনে ইন্সটল করুন।😃 https://ift.tt/3nlRTQA
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

The post Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই। appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!