ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ”


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি মুহম্মদ জাফর ইকবাল স্যারের বিখ্যাত একটি কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ” এর পিডিএফ ফাইল নিয়ে আসলাম। বন্ধুরা আমরা যারা বই পড়ি তারা নিশ্চয় জানি মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশের অন্যতম একজন কিশোর উপন্যাস, গল্প, কবিতা লেখক।
জাফর ইকবাল এর বেশির ভাগ বইগুলেই লেখা শিশু-কিশোরদেরকে নিয়ে। তাছাড়া আমাদের দেশের জনপ্রিয় সাইন্স ফিকশন বই এর বেশির ভাগই জাফর ইকবাল ও তাঁর ভাই হুমায়ূন আহমেদ স্যার এর লেখা। জাফর ইকবাল স্যারের লেখা বইগুলো কত সুন্দর আর কত মজাদার তা না পড়লে বুঝা যাবে না। আমি বিশেষ করে তাঁর লেখা সাইন্স ফিকশন বইগুলো বেশি পড়ি। আমার কাছে খুব ভালো লাগে।

আরো পড়ুনঃ ব্ল্যাকহোলের বাচ্চা – সাইন্স ফিকশন by মুহম্মদ জাফর ইকবাল

বন্ধুরা আজকে যে বইটা নিয়ে পোস্ট তা খুবই বিখ্যাত ও জনপ্রিয় একটি বই। আমাদের যাদের হালকা পাতলা বই পড়ার অভ্যাস আছে তারা নিশ্চয় এই বইটা একবার হলেও পড়েছেন। আর যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নিন। দারুণ একটা বই। তাছাড়া বইটি আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। মুক্তিযুদ্ধের সময় মানুষের কষ্ট, বীরত্ব, স্বজন হাড়ানোর ব্যাথা, ইত্যাদি সবকিছু আছে বইটিতে। বইটি পড়ে আপনার চোখে পানি আসবে আমি নিশ্চিত আর যদি চোখে পানি নাও আসে একটু হলেও কষ্ট অনুভব করবেন তা একদম নিশ্চিত।
কারন জাফর ইকবাল স্যার এমন ভাবে বইটি লিখেছেন যে পড়লে আপনার ভালো লাগতে বাধ্য।

তো বন্ধুরা নিচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন অথবা অনলাইনেও পড়তে পারেন।

..:: Book Info ::..
Book Name আমার বন্ধু রাশেদ
Writer Name মুহম্মদ জাফর ইকবাল
Book Category কিশোর উপন্যাস
Publisher কাকলি প্রকাশন
File Size ১৫ MB
Total Pages ১১২
Publish Year ১৯৯৪

আমাদের সাইটঃ

  • TrickAlways.Com
  • The post ডাউনলোড করে নিন মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ” appeared first on Trickbd.com.








    POST VIEWSl

    website counter








    Next Post Prev Post

    Facebook

    Get the latest article updates from this site via email for free!