[Hot Post] ব্লগিং-এ সফল না হওয়ার ৫০ টি কারন

ব্লগিং কি এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকাই অনেক সময় নতুন ব্লগাররা কিছু জিনিস মিসটেক করে থাকে। যারা জন্য তারা ব্লগিং ক্যারিয়ারে সফলতা লাভ করতে পারে না। আবার অনেকেই ভুল গুলো করার পর তারা মনে করে এই ব্লগিং আমার জন্য না।

এবং তারা এই ভুল সিদ্ধান্ত নেই যে আর সে ব্লগিং করবে না। কিন্তু একটা কথা সবসময় সত্য যে, “মানুষ মাত্রই ভুল” পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষ ভুল করে আসছে এবং এই দুনিয়াই যত দিন বেচে থাকবে তত দিন মানুষ ভুল করতেই থাকবে।

আবার এটাও সবসময় সত্য যে মানুষ যখন ভুল করে তার ভুল গুলো নিজেকেই খুজতে হবে এবং সংশোধন করতে হবে। সুতারাং ব্লগিং করার এর ক্ষেত্রেও এই নিয়মের বাহিরে না।

ব্লগিং করার সময় আপনি যে ভুল গুলো করবেন সেই ভুল গুলো নিজেকেই বের করে তা পুনারাই সংশোধন করতে হবে।

কাজেই ব্লগিং ক্যারিয়ার তৈরি করার জন্য আপনার কাজের ভুল গুলো বের করতে হবে এবং ভুল গুলো সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

আমি আজকে আপনাদের ব্লগিং এর ৫০ টি ছোট বড় ভুল গুলো সংক্ষেপে আলোচনা করবো যা আপনার ক্যারিয়ার গড়তে অনেক বেশি সহযোগিতা করবে।

আমি বিশ্বাস করি এই ভুল গুলো সংশোধন করে নিতে পারলে আপনিও একদিন সফল ব্লগার হতে পারবেন।

  1. ব্লগিংএ আগ্রহ না থাকা।
  2. কপিরাইট পোস্ট করা।
  3. নিয়মিত পোস্ট না করা।
  4. এসইও না করা।
  5. ছোট পোস্ট পাবলিশ করা।
  6. পোস্টের ভিতর ছবি ব্যবহার না করা।
  7. যেকোন বিষয় নিয়ে লেখা শুরু করা।
  8. পোস্টের ভিতট অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করা।
  9. পোস্টের কোয়ালিটি ভালো না হওয়া।
  10. ভিজিটরেট জন্য আর্টিকেল না লেখা।
  11. অন্যের ব্লগের আর্টিকেল না পড়া।
  12. অতীথি পোস্ট না করা।
  13. অন্যের ব্লগে মন্তব্য না করা।
  14. মন্ত্যবের উত্তর না দেওয়া।
  15. মন্তব্যে সঠিক উত্তর না দেওয়া।
  16. সঠিক প্লাটফর্মে ব্লগিং না করা।
  17. টপ লেভেল ডোমেইন না ক্রয় করা।
  18. সঠিক থিম বাছাই না করা
  19. অতিরিক্ত ক্যাটাগরি বা নিশ নিয়ে কাজ করা।
  20. ২৪ ঘন্টা ব্লগে সময় দেওয়া।
  21. সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সময় নষ্ট করা।
  22. একাধিক ব্লগ তৈরি করা।
  23. জ্ঞানী ব্লগারদের কাছে থেকে পরামর্শ না নেওয়া।
  24. গুগল এডসেন্স এর জন্য মরিয়া হওয়া।
  25. সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট না করা।
  26. ব্লগে ব্যাকলিংক তৈরি না করা।
  27. অসাধু উপায়ে ব্যাকলিংক তৈরি করা।
  28. সঠিক ডোমেইন বাছাই না করা।
  29. ভাইরাল বা ট্রেন্ডিং বিষয়ে পোস্ট না লেখা।
  30. ইমেইল সাবক্রিপশন ফরম যুক্ত না করা।
  31. সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার বাটন না থাকা।
  32. সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পেজ না থাকা।
  33. ব্যাকলিংক Exchange করা।
  34. ওয়েব সাইটে সার্চ বক্স সিস্টেম না থাকা।
  35. ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পেজ না থাকা।
  36. সঠিক সময়ের অপেক্ষা না করা।
  37. আর্টিকেলের লিংক পরিবর্তন করা।
  38. প্রতিনিয়ত ওয়েবসাইটের ভিজিটর, আয় এগুলে চেক করা।
  39. নিজের ওয়েব সাইট নিজে বার বার ভিজিট করা।
  40. নিজের প্রতি আত্নবিশ্বাস না থাকা।
  41. অন্যদের টাকা দিয়ে পোস্ট লিখে নেওয়া।
  42. ওয়েব সাইটের জন্য ভালো মানের হোস্টিং না নেওয়া।
  43. ওয়েব সাইটে অতিরিক্ত ছবি ব্যবহার করা।
  44. ওয়েব সাইটের থিম বা ডিজাইন বার বার পরিবর্তন করা।
  45. আর্টিকেল লেখার সময় বানান ভুল করা।
  46. ওয়েব সাইটের স্পিড খুবই কম থাকা।
  47. ওয়েব সাইটে বেশি বেশি বিজ্ঞাপন দেখানো।
  48. আর্টিকেল লেখার পর নিজে না পড়া।
  49. পুরাতন আর্টিকেল গুলো পরবর্তীতে আপডেট না করা।
  50. কিওয়ার্ড রিসার্চ না করে আর্টিকেল লেখা।

আমি উপরে ব্লগিং করার সময় অতি সাধারন কিছু ভুল তুলে ধরার চেষ্টা করছি যেগুলো সচারাচর নতুন ব্লগারদের মধ্যে দেখা যাই।

আপনি যদি উপরের ৫০ টি ভুল এড়িয়ে চলতে পারেন। তাহলে আমার বিশ্বাস আপনি ব্লগিং এ সফলতা অর্জন করতে পারবেন।

সুতারাং যদি কেউ উপরের ভুল গুলো করে থাকেন তা সংশোধন করে নিবেন এবং পরবর্তীতে যেন এ ধরনের ভুল না হয় সেদিকে খেয়াল রেখে ব্লগিং করবেন।

আমি কিভাবে ব্লগিং করি এবং আর্টিকেল পাবলিশ করি চাইলে দেখে আসতে পারেন

আমার প্রশ্নোত্তর ওয়েবসাইট: https://etipsbd.xyz

 

 

The post [Hot Post] ব্লগিং-এ সফল না হওয়ার ৫০ টি কারন appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!