গণনার দিকে থেকে Noun এর প্রকারভেদ (বিস্তারিত)

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে গণনার দিক Noun এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

গণনার দিক থেকে Noun দুই প্রকার । যথা :-
১। Countable noun
২। Uncountable noun

Countable noun :-

ইংরেজি Countable শব্দের অথ হলো গণনা যোগ্য অথাৎ যা গণনা করা যায় । অতএব Countable noun অথ গণনা করা যায় এমন নাম ।

যে Noun গুলো গণনা করা যায় তাকে Countable noun বলে । যেমন :- Girl,boy, pencil,pen ।

এগুলো গণনা করা যায় । এগুলোর কিছু বৈশিষ্ট্য ও ব্যাবহারের নিয়ম নীতি নিয়ে নিচে আলোচনা করা হলো :-

১। এই noun গুলো singular অথবা Plural হতে পারে । তাই এগুলো যদি বাক্যে কতা হিসেবে ব্যাবহৃত হয় তবে Verb বসানোর ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে । যেমন :-

The girl is/ Two girls are.

২। এই Noun গুলো এককভাবে ব্যাবহৃত হলে Article বসাতে হয় । যেমন :-
A girl,a book.

৩। এই Noun গুলোর plural অথে ব্যাবহৃত হলে এর আগে Plural adjective ব্যাবহার হবে । যদিও সেটা গণনা করা যাবে না বোঝাবে । যেমন :-

I have many books.(আমার অনেক বই আছে)

বাক্যটিতে book যা countable noun । তবে Many books দ্বারা এখানে অনেক বই বোঝানো হয়েছে । যা নিদিষ্ট করে বোঝাচ্ছে না । তবুও এটি countable noun ।

Uncountable noun :-

যে Noun গণনা করা যায় না তাকে Uncountable noun বলে । যেমন :- Oil,water ইত্যাদি ।

এই Noun গুলোর কিছু বৈশিষ্ট্য ও ব্যাবহারের নিয়ম নিচে দেখানো হলো :-

১। এগুলোর অনেক Noun চোখে দেখা যায়,ওজন করা যায় । যেমন :-Water

২। আবার অনেক আছে যা চোখে দেখা যায় না এবং ওজনও করা যায় না । তবে মনের ভাব দ্বারা বোঝা যায় । যেমন :- Honesty,Sweety ইত্যাদি ।

৩। এই Noun কখনোই Plural হয় না । তাই ক্রিয়াও বহুবচন হয় না । যেমন :-

Rice are Rice is ।

[চাল একটি একটি করে গণনা করা গেলেও অনেকগুলো একসাথে অনেক থাকলে তা গণা করা যায় না । তাই এটি Uncountable noun]

৪। এদের আগে Article বসে না ।

A rice.Rice

তো আজ আমার পক্ষ থেকে এতটুকু ছিল । আমার আজকের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

The post গণনার দিকে থেকে Noun এর প্রকারভেদ (বিস্তারিত) appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!