জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz site গুগলে Submit করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

তো চলুন আমরা জাভাতেই Wapkiz site গুগলে সাবমিট করা শিখি । ট্রিকবিডিতে এটা সম্পকে কিছু লেখা দেওয়া রয়েছে । তবে আবারও আমার দেওয়ার কারণ নতুনদেরকে শেখানো ও পোস্টে ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা যাতে আরও অনেক লোক শিখতে পারে ।

আমরা অনেকেই হয়তো জানিনা যে জাভা মোবাইলেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা যায় । হ্যাঁ আসলে এটা সত্য । তবে কিছু সুনিদিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় । আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন তবুও বলছি । আমার বাড়িতে কোন এন্ড্রয়েড ফোন নাই । জাভাতেই সব কাজ সারি । আমার ওয়াপকিজ www.242.wapkiz.com সাইটটি জাভা মোবাইল দিয়েই গুগলে সাবমিট করা । আপনারা গুগলে সাচ দিয়ে দেখতে পারেন ।

তো গুগলে সাইট সাবমিট করার জন্য প্রথমে সাইটের panel mod এ যান । তারপর Submit to google অপশনে ক্লিক করুন ।


তারপর গুগল ভেরিফাইড ফাইল ডাউনলোড করুন ।

এখন আবার পেছনে এসে Webmaster tool verified by upload file অপশনে ক্লিক করুন ও ডাউনলোড করা ফাইলটি ছবিতে দেখানো নিয়ম অনুসারে আপলোড করুন ।

তারপর আবার Submit to google অপশনে ক্লিক করে নিচের দেওয়া ছবির মতো লিংকটিতে ক্লিক করুন ।


তারপর Verify অপশনে ক্লিক করুন ।

যদিও ক্লিক করার পর Internal 500 error দেখাবে । তবুও আশাহত না হয়ে অপেক্ষায় থাকবেন ও প্রতিদিন আপনার সাইট গুগলে সাচ দিবেন ও চেক করে নিবেন । কারণ এই পদ্ধতি অনুসরণ করলে একটু দেরি হবে । কারণ ওয়াপকিজের লোক সাইটের সবকিছু চেক করে গুগলে ব্যাবহারের অনুমতি দিবে ।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।

The post জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!