জিইউআই (GUI) কি? জি ইউ আই এর সুবিধা ও অসুবিধা গুলো জেনে নি।

আজকের পোস্ট মাধ্যমে আমরা জিইউআই এর সম্বন্ধে বিস্তারিত জানব। তবে চলুন শুরু করি…

• জিইউআই (GUI) কি?
GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface। যেসব অপারেটিং সিস্টেমের ইন্টারফেস চিত্র আকারে থাকে, তাকে জিইউআই বলে। এই ধরনের অপারেটিং সিস্টেমের সকল ধরনের নির্দেশনা চিত্র আকারে কম্পিউটার মনিটরে প্রদর্শিত হয়।

এই ধরনের ইন্টারফেসে বিভিন্ন পুলডাউন মেনু থাকে, যেটাতে মাউস ব্যবহার করে যেকোন কমেন্ট দেওয়া যায়। মানুষের ইউজার এক্সপেরিয়েন্সকে আরও সহজ করতে বর্তমানে অধিকাংশ অপারেটিং সিস্টেমগুলোতে এই ধরনের ইন্টারফেস ব্যবহৃত হয়।

আমরা আমাদের যে কম্পিউটার বা মোবাইল গুলো ব্যাবহার করি সেগুলোও জিআইইউ সিস্টেম দ্বারা তৈরি।

• জিইউআই এর সুবিধা:
১. জিইউআই এ কোন ধরনের কমান্ড মুখস্ত করার প্রয়োজন পড়ে না।
২. নতুন ইউজার রা খুব সহজেই এই ধরনের ইন্টারফেসে স্বাচ্ছন্দ্যবোধ করে।
৩. বিভিন্ন প্রোগ্রামের জন্য আলাদা আইকন থাকে, সে আইকনে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করলে প্রোগ্রামটি অপেন হয়।
৪. একসাথে আপনি একের অধিক প্রোগ্রাম চালাতে পারবেন।

• জিইউআই এর অসুবিধা:
১. জিইউআই সিস্টেম আপনার ডিভাইসের বেশি মেমোরি ব্যবহার করবে।
২. এই ধরনের অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলো অনেক ভারী হওয়ায়, বেশি ক্ষমতা সম্পন্ন প্রসেসরের প্রয়োজন হয়।
৩. প্রয়োজন অনুসারে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হতে পারে।
৪. সঠিকভাবে ব্যবহার না করলে সিস্টেমের ক্ষতি হতে পারে।
৫. এই ধরনের অপারেটিং সিস্টেমগুলোর জন্য বেশি ভাইরাস তৈরি হয়। যার কারণে এ ধরনের সিস্টেম ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বন্ধুরা আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনারা কিছু জানতে পেরেছেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram এর সুবিধা এবং অসুবিধা What is virtual Ram in Bangla

আমার ফেসবুক প্রোফাইল

The post জিইউআই (GUI) কি? জি ইউ আই এর সুবিধা ও অসুবিধা গুলো জেনে নি। appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!