১৫ই জুন ২০২২ পযন্ত চলাকালীন নগদের দুইটি ক্যাশব্যাক অফার


নগদ দিচ্ছে ১৫ই জুন পযন্ত মেয়াদী ২টি প্রয়োজনীয় অফার


নগদ বাংলাদেশের মোবাইল ব্যাংকের মধ্যে একটি । খুব অল্প সময়ের ব্যাবধানে নগদ মানুষের মাঝে জনপ্রিয়তা অজন করতে সক্ষম হয়েছে । মোবাইল রিচাজ থেকে শুরু করে পে বিল, পেমেন্ট ও ব্যাংক থেকে টাকা একাউন্টে ট্রান্সফার করার সুবিধাও দিচ্ছি । শুধু তাই নয় অনেককে ক্যাশব্যাক অফারও দিচ্ছে । দিচ্ছে এজেন্টের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা । শিশুদের উপবৃত্তির অথও নগদ একাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে । এভাবেই জনপ্রিয় হচ্ছে কোটি মানুষের হৃদয়ে ।

নগদের দুটি ক্যাশব্যাক অফার নিয়ে ছিল আজকের আটিকেলের বিষয় । কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করছি ।

প্রথম অফার :-


১০০টাকা ক্যাশব্যাক গাড়ির মাসিক পেমেন্টে


Nitol Motoqs L.T.D এ গাড়ির মাসিক পেমেন্টে কমপক্ষে ১৯০০ টাকা বা তার বেশি পেমেন্ট নগদের মাধ্যমে পরিশোধ করলে পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক । অফারটি চলবে ১৫ই জুন ২০২২ তারিখ পযন্ত । সবোচ্চ একবার নিতে পারবেন অফার চলাকালীন সময়ে । নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে হবে । পরবতীতে এ ব্যাপারে নিদেশনা দিলে নগদ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দিবে ।


দ্বিতীয় অফার (২০% ডিসকাউন্ট Health care service এ) :


Zaynax health care থেকে সেবা নিয়ে পেমেন্ট নগদের মাধ্যমে পরিশোধ করলে পাচ্ছেন ২০% ক্যাশব্যাক । অথাৎ ১শত টাকায় ক্যাশব্যাক পাবেন ২০টাকা । অফারটি চলবে ১৫ই জুন ২০২২ তারিখ পযন্ত । অফার চলাকালীন সময়ে যত খুশি তত বার ক্যাশব্যাক নিতে পারবেন । নগদ অ্যাপের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে ।

তাহলে বুঝতেই পাচ্ছেন নগদ মানুষের জন্য কিছু ভালো অফার চালু করেছে । তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করবেন ।

The post ১৫ই জুন ২০২২ পযন্ত চলাকালীন নগদের দুইটি ক্যাশব্যাক অফার appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!