টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পশ করলেন মুশফিকুর রাহিম, তামিম তার দ্বারপ্রান্তে

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে ৫হাজার রানের মাইলফলক স্পশ করলেন মুশফিকুর রাহিম


আটিকেলের টাইটেলই বলে দিচ্ছে যে মুশফিকুর রাহিম কত ভালো একজন ব্যাটার । শুধু ভালো বললে অনেক কম হয়ে যায় । একজন নিভরযোগ্য ব্যাটারও বটে । এজন্য তার নাম রাখা হয়েছে Mr.Dependable ।

শ্রীলঙ্কার সাথে চলাকালীন চট্টগ্রাম টেস্টে ৫হাজার রানের মাইলফলক স্পশ করেছেন । [আটিকেলটি প্রকাশের কিছুক্ষণ আগে]

এই ম্যাচে তার সংগ্রহ ৭৫ রান ১৯০ বলে (অপরাজিত) । তার স্ট্রাইকরেট ৩৮.৪ । এই রান করতে তাকে মাত্র ৩টি চার মারতে দেখা গিয়েছে । ধীরে ধীরে রান করেছেন মুশফিকুর রাহিম ।

এই ম্যাচের আগে তার ৫হাজার রান করতে প্রয়োজন ছিল মাত্র ৬৮রানের । ৬৮রান সম্পূণ করে তিনি এই মাইলফলক স্পশ করলেন । এই মাইলফলকটি বাংলাদেশের কোন খেলোয়াড় স্পশ করতে পারেন নি । তবে একই মাইলফলকের দরজার কাছে রয়েছেন তামিম ইকবাল । এই ম্যাচের আগে তার রানের প্রয়োজন ছিল ১৫৩ । শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করছেন ১৩৩ রান । হাতের পেশিতে একটু ব্যাথা অনুভূত হওয়ায় ৩য় দিনের ২য় সেশনের পরে আর তিনি মাঠে ফেরেননি । যদি খেলতে পারতেন তাহলে হয়তো এই রেকড তিনি মুশফিকের আগে গড়তে পারতেন ।

তামিম রিটায়াড হাট হওয়ার পর ব্যাটে নামেন লিটন দাস । তার সাথে জুটি বেঁধে টেস্ট ক্যারিয়ারের ৫হাজার রানের মাইলফলক স্পশ করেন মুশফিক । এছাড়া টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রাহিম ।

মুশফিকের সম্পূণ টেস্ট ক্যারিয়ার:-

এ পযন্ত তিনি টেস্ট ম্যাচ খেলেছেন ৮১টি, করেছেন (৫০০৭)* রান । তার গড় স্ট্রাইক রেট ৪৭.১১ এবং গড় রান ৩৬.৪৭ । টেস্ট ক্রিকেটে সবোচ্চ রান ২১৯ । এ পযন্ত টেস্ট ক্রিকেটে চার মেরেছেন ৫৯৯টি এবং ছক্কা মেরেছেন ৩১টি । অধশত রয়েছে ২৬টি এবং শত রয়েছে ৭টি, ২শত রয়েছে ২টি ।

একজন উইকেট কিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপুণ ভূমিকা পালন করে চলেছেন ।

তামিমের ৫হাজার রান পূণ হতে আর মাত্র বাকি ১৯ রান । শ্রীলঙ্কার সাথে ১৫টি চারের সাহায্যে ২১৭ বলে করেছেন ১৩৩ রান । স্ট্রাইক রেট ৬১.২৯ । একনজরে তামিমের টেস্ট ক্যারিয়ার ।

এ পযন্ত টেস্ট ম্যাচ খেলেছেন ৬৬টি এবং ১২৬ টি ইনিংসে ব্যাট করেছেন । মোট রান করেছেন ৪৯৮১ । গড় রান ৪০.১৭ এবং স্ট্রাইক রেট ৫৮.০১ । সবোচ্চ রান ২০৬ । অধশত করেছেন ৩১টি । শত করেছেন ১০টি এবং ২শত করেছেন ১টি । এ পযন্ত টেস্ট ম্যাচে চার মেরেছেন ৬৩৪টি এবং ছক্কা হাকিয়েছেন ৪০টি ।

The post টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পশ করলেন মুশফিকুর রাহিম, তামিম তার দ্বারপ্রান্তে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!