দাঁতের যত্ন কিভাবে নিবেন তা সহজে শিখে নিন

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন ।

আজকে আমি আপনাদের সাথে দাঁত পরিস্কার ও যত্ন নেওয়া সম্পকে কিছু কথা বলতে যাচ্ছি । আশা করি সকলে মনোযোগ সহকারে পড়বেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন ।


দাঁতের যত্ন নেওয়ার উপায় :-


১। দাঁতের যত্ন এবং দাঁতকে ক্ষয় ও ক্ষতি থেকে রক্ষা করতে আমাদের সবচেয়ে যে বিষয়টির উপর নজর দিতে হবে সেটি হলো দিনে ২বার দাঁত ব্রাশ করা । সকাল ও রাত্রে ব্রাশ করলে দাঁতে ময়লা জমতে পারে না । ফলে দাঁত অনেক সুন্দর থাকে ।

তবে আপনাদেরকে মনে রাখতে হবে খাওয়ার পর কিছু খাবার দাঁতের মধ্যে আঁটকে থাকে । এগুলো দীঘক্ষণ দাঁতের মধ্যে আঁটকে থাকলে পচে দূঘন্ধ সৃষ্টি করতে পারে । তাই প্রতিবার খাওয়ার পর দাঁতের ফাকে লেগে থাকা খাবার বের করতে হবে ।

২। মিষ্টি ও টক জাতীয় খাবার অতিরিক্ত না খাওয়া । আমরা অনেকেই মিষ্টি ও টক খেতে অভ্যস্ত । কিন্তু অতিরিক্ত মিষ্টি ও টক খাওয়া দাঁতের জন্য উপকারী নয় । এতে দাঁতের শক্তি ক্রমাগতভাবে হ্রাস পেতে পারে । তাই আমরা অতিরিক্ত মিষ্টি ও টক খাওয়া পরিত্যাগ করতে হবে ।


আরও পড়ুন : Lip Swelling After Dental Work


৩। দাঁত মাজার জন্য আমরা যে ব্রাশ করি তা যেন অতিরিক্ত শক্ত না হয় । অতিরিক্ত শক্ত থাকলে দাঁত মাজার সময় আঘাত করতে পারে । ফলে দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে । এটি দাঁতের জন্য মোটেই ভালো নয় । মাঝারি ধরনের ব্রাশ ব্যাবহার সব থেকে ভালো ।

৪। আমরা একটি ব্রাশ কিনে অনেক দিন ধরে চালাই । এটি একটি খারাপ অভ্যাস । কমপক্ষে দুই মাস পর পর আমাদের ব্যাবহারকৃত ব্রাশ বদলানো উচিত ।

৫। অতিরিক্ত ঠান্ডা জাতীয় জিনিস না খাওয়া । দাঁতকে যদি স্বযত্নে রাখতে হয় তাহলে যে কাজটি করা উচিত তা হলো অতিরিক্ত ঠান্ডা জাতীয় জিনিস যেমন আইসক্রিম, কোমল পানীয়, কোল্ড কফি ইত্যাদি নিয়মিত না খাওয়া । এ ব্যাপারে আমাদের সতক থাকতে হবে ।

৬। শিশুদেরকে দাঁতের নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য চকলেট ও এ জাতীয় সকল খাবার থেকে দূরে রাখতে হবে ।

৭। আমাদের অনেক সময় দাঁতের গোড়া থেকে রক্ত পরে । এটা কখনোই দাঁতের জন্য ভালো লক্ষণ নয় । তাই দাঁত দিয়ে রক্ত পড়লে আমাদেরকে স্থানীয় দন্ত বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে । তারা যে পরামশ দেন তা মেনে চলতে হবে ।

৮। দাঁতকে সাদা করতে আপনারা লেবুর রস ও একটু লবণকে পেস্ট হিসেবে ব্যাবহার করতে পারেন । লেবুর রস ও লবণ ব্রাশে ভালোভাবে লাগিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিবেন । তারপর ব্রাশ করবেন । এতে করে আপনার দাঁত সাদা হতে পারে ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

The post দাঁতের যত্ন কিভাবে নিবেন তা সহজে শিখে নিন appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!