কিভাবে cmatrix ইনস্টল করবেন termux এ চলুন দেখে আশা যাক কিছু অসাধারণ ইফেক্ট।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux এ cmatrix ইনস্টল করবেন।

Cmatrix কি?  

Cmatrix হচ্ছে কিছু ইফেক্ট যেগুলো কিছু লেটার, সিম্বল, সংখ্যা নিয়ে হয়। আসল কথা বলতে গেলে আমরা যে এখন sei-fi মুভি গুলো দেখি সেখানে cmatrix ব্যবহার করে আর আমাদের বুঝায় সে সিস্টেম হ্যাক করছে ইত্যাদি ইত্যাদি ।আশা করি কিছু টা হলে ও ধারণা আসছে।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

এখন আমরা termux কে আপডেট করি নিবো।

pkg update -y

এখন আপগ্রেড করে নিবো।

pkg install upgrade -y

এখন আমরা cmatrix টুলসটি ইনস্টল করবো।

pkg install cmatrix -y

টুলসটি ইনস্টল এর পর আমরা টুলসটি রান করবো।

cmatrix

এখন দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি রান হয়ে গেছে।

Cmatrix এর কিছু ভিন্ন ইফেক্ট আছে সেগুলো নিচে দেওয়া হলো।

1)  Asynchronous scroll :

asynchronous scroll ইফেক্ট রান করার জন্য লিখতে হবে।

cmatrix -a

2) Bold characters on :

Bold characters এর জন্য

cmatrix -b

3) All Bold Characters:

All bold characters এর জন্য

Cmatrix -B

4) Japanese Character’s :

Japanese characters এর জন্য

Cmatrix -c

5) Old Style Scroll :

Old style scroll এর জন্য

Cmatrix -o

6) X Window Mode :

X window mode এর জন্য

Cmatrix -x

 

7) Change Color : 

Change color এর জন্য

Cmatrix -c red

8) Rainbow Mode :

Rainbow mode এর জন্য

Cmatrix -r

 

9) Lambda Mode :

Lambda mode এর জন্য

 

Cmatrix -m

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

The post কিভাবে cmatrix ইনস্টল করবেন termux এ চলুন দেখে আশা যাক কিছু অসাধারণ ইফেক্ট। appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!