[Hot]জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম Tennis Open 2007 জাভা গেম

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বিশেষ করে জাভা মোবাইলে ইউজারদের জন্য Tennis open game শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

পোস্টের বিষয় বলে দেই যে এটি জাভা ইউজারদের জন্য । আপনাদের কাছে Tennis open গেমটি আছে কিনা তা আমার জানা নেই । তবে আমার ধারণা অধিকাংশের এই গেমটি খেলা নেই । তাই গেমটি নিয়ে একটি বিস্তারিত লিখলাম ।

About game :-

Name : Tennis open 2007
Vendor : Gameloft
Screen size : 320*240
Game source : Dedomil.net

টেনিস ওপেন খেলাটির সাথে আমরা অনেকেই পরিচিত । খেলাটিতে একজন করে দুইজন অথবা দুইজন করে চারজন অংশগ্রহণ করে । খেলাটিতে টেনিস বলের মাধ্যমে সাভ করা হয় এবং এক ড্রপে মেরে নেট অতিক্রম করিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছে পাঠাতে হয় । একাধিকবার মেরে পাঠানো যায় না । সাধারণত কয়েকটি গেমের মাধ্যমে ১টি সেট শেষ করতে হয় । আর ১টি অথবা ৩টি অথবা বিজোড় সেটের মাধ্যমে ম্যাচ শেষ করতে হয় । প্রথমবার ফেলাতে পারলে পাওয়া যায় ১৫ পয়েন্ট । পরেরবার আবার ১৫ । আর তৃতীয়বার ১০ । এভাবে ৪০ পয়েন্ট হয়ে যাওয়ার পর আরও একবার ফেলাতে পারলে একটি গেম জিতে নেওয়া যায় । কয়েকটি গেম জিতলে পাওয়া যায় ১টি সেট । আর কয়েকটি সেট জিতলে ১টি ম্যাচ জয়লাভ করা যায় । আমরা টিভিতে এরকম টেনিস ওপেনের খবর পায় ।

তো এবার গেমে কীভাবে খেলবেন এটি বলতে যাচ্ছি । তো অনুসরণ করুন ।

» প্রথমে গেম ডাউনলোড করে ওপেন করবেন । প্রথমেই গেম ভেন্ডর দেখাবে ।

{ডাউনলোড করতে ক্লিক করুন}

» তারপর এরকম দেখাবে । আপনি 5 প্রেস করবেন ।

» এখন ম্যাচ খেলার কয়েকটি অপশন পাবেন । যেমন Instant play, exibition, tournament ইত্যাদি ।

আমি আপনাদেরকে একটি ম্যাচ খেলা শিখিয়ে দেব । ইন্সট্যান্ট প্লে তে আপনি খেলোয়াড় ও মাঠ ইচ্ছামতো নিতে পারবেন না । তাই Exhibition অপশনে ক্লিক করবেন ।

» আপনি গেম সিঙ্গেল অথবা ডাবল খেলতে পারবেন । প্রথমে একা একা খেলে গেম শিখে নিবেন । তিনটি Court পাবেন । clay, synthetic and grass যেকোন মাঠ বেছে নিতে পারেন ।

তারপর খেলোয়াড় বেছে নিবেন ।

তারপর 5 চেপে ম্যাচ শুরু করবেন । লোডিং হতে দেখা যাবে ।


» ম্যাচ শুরুতে আপনি সাভ করবেন । 5,4,6 এগুলো চেপে সাভ করতে পারেন ।

খেলাতে শুধু 5 চেপে নয় ১ থেকে ৯ এর প্রতিটা বাটন কাজে লাগাতে হবে । কোটের মাঝের দিকে বল পাঠাতে মাঝের বাটন 4,5,6 ব্যাবহার করবেন । তবে মনে রাখবেন মোবাইলের বাটন অনুযায়ী বল অপর কোটে যাবে । খেলা করলেই বুঝতে পারবেন । একটি বাটন চেপে ধরে রাখলে বল দ্রুত যাবে ।

তো এই ছিল আমার পক্ষ থেকে । কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন ।

The post [Hot]জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম Tennis Open 2007 জাভা গেম appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!