ডাউনলোড করে নিন সবকালের সেরা উপন্যাস “পদ্মা নদীর মাঝি”

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।

অন্যদিনের থেকে সম্পূণ ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আজকে একটি পিডিএফ বুক শেয়ার করতে যাচ্ছি । আর বইটির নাম হলো “পদ্মা নদীর মাঝি” । আশা করছি সকলে আজকের আটিকেলটি পড়বেন ।

‘পদ্মা নদীর মাঝি’ বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ট উপন্যাস । এই উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় । মানিক বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাস লিখে বাংলা সাহিত্যের একটি সিংহাসন দখল করেছেন । উপন্যাস দুটির মধ্যে একটি হলো ‘পদ্মা নদীর মাঝি’ এবং অন্যটি হলো ‘পুতুল নাচের ইতিকথা’ । তিনি ৫০টিরও বেশি উপন্যাস লিখেছেন । তার মধ্যে ‘পদ্মা নদীর মাঝি’– এই উপন্যাসটি শ্রেষ্ঠ । তো চলুন একনজরে লেখকের পরিচয় জেনে নিই ।

লেখক পরিচিতি:

এই উপন্যাসের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁর প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় । তাঁর পিতার নাম হিরহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরাদাসুন্দরী দেবি । তিনি ১৯০৮ সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন । গণিত বিভাগের ছাত্র হলেও বন্ধুদের সাথে বাজি ধরে অতসীমামী নামক গল্প রচনা করেন এবং বিচিত্রা পত্রিকায় সেটি প্রকাশিত হয় । সেখান থেকেই তাঁর সাহিত্য চচা শুরু হয় । ৫০টিরও বেশি নোভেল লিখেছেন তিনি । ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন ।

Book review::

বইয়ের নাম :: পদ্মা নদীর মাঝি
লেখক :: মানিক বন্দ্যোপাধ্যায়
ফাইলের ধরন :: পিডিএফ
ফাইল সাইয :: ৮ এমবি
পেজ সংখ্যা :: ১১০

বই ডাউনলোড ::

Downlod
“পদ্মা নদীর মাঝি”

বইটি সম্পকে আরও কিছু ::

পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লেখকের চতুথ উপন্যাস । পূবাশা পত্রিকায় ১৯৩৪ সাল থেকে প্রকাশিত হতে থাকে এবং ১৯৩৬ সালে তা শেষ হয় । লেখকের পৈতৃক বাড়ির স্মৃতিকে কেন্দ্র করে লেখক নিজ ভাষায় কয়েকটি সুন্দর চরিত্রের সাহায্যে উপস্থাপন করেছেন ।

পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের নামক মাঝিই হচ্ছে প্রধান চরিত্র । কুবের উপন্যাসের নায়ক এবং নায়িকা হচ্ছে কাপিলা । এছাড়া আরও চরিত্র রয়েছে সেগুলো হলো, হোসেন মিয়া, পিতম,ধনঞ্জয়, রসুল, ফাতেমা ইত্যাদি । মূলত জেলেদের অবস্থাকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে ।

এই উপন্যাসটি ইংরেজি সহ সুইডিশ,জামানি, কোরিয়ান প্রভৃতি ভাষায় অনুবাদ করেছে অনেকে । এটি একটি শ্রেষ্ঠ উপন্যাস । এই উপন্যাসকে অবলম্বন করে ১৯৯৩ সালে চলচ্চিত্র নিমিত হয়েছিল ।


The post ডাউনলোড করে নিন সবকালের সেরা উপন্যাস “পদ্মা নদীর মাঝি” appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!