নিয়ে নিন মাইকেল মধুসূদন দত্তের লেখা “চতুর্দশপদী কবিতাবলী”

ডাউনলোড করুন মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী

বাংলাতে সাহিত্যচর্চা শুরু হয়েছে অনেক আগে থেকেই । সাহিত্যচর্চা আরও এক উচ্চ স্তরে পৌঁছেছে যখন মধুসূদন দত্ত তাঁর বিচিত্র প্রতিভাকে কাজে লাগিয়েছে । আর তাঁর এই অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর লেখা চতুর্দশপদী কবিতার মাধ্যমে ।

তাঁর লেখা প্রথম চতুর্দশপদী কবিতা হলো “কপোতাক্ষ নদ” । প্রবাসে (ফ্রান্স) থাকা অবস্থায় তিনি তাঁর প্রিয় কপোতাক্ষ নদীর কথা ভুলতে পারেন না । তিনি তাঁর স্মৃতিকাতরতা নিয়েই তাঁর প্রথম চতুর্দশপদী কবিতা লিখে ফেলেন ।

আমার নাম আব্দুল্লাহ আল মুহিত । আমার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায় । আমার নিজ উপজেলার মধ্য দিয়েই এই কপোতাক্ষ নদীটি বয়ে গেছে । আমার মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশেই নদীর ঘাট বা কিনারা । বছরের সকল সময়ে পানির উপস্থিতি লক্ষ্য করা যায় না । ফলে এই নদীকে যোগাযোগের পথ হিসেবে ব্যবহারযোগ্য করে তোলাও হয় না । তো চলুন মাইকেল মধুসূদন দত্তের জীবনকাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক ।

লেখক পরিচিতি ::

মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন । কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করেন । ১৮৪৩ সালে খ্রিষ্টানধর্ম গ্রহণ করার পর তাঁর নামের সাথে মাইকেল যুক্ত হয় । চতুর্দশপদী কাবিতাবলী তাঁরই লেখা । ১৮৭৩ সালের ২৯ শে জুন তিনি মৃত্যুবরণ করেন ।

চতুর্শদশপদী কবিতা সম্পর্কে

চতুর্দশপদী কবিতা এমন একটি কবিতা যার লাইন বা সারির হয়ে থাকে এবং প্রতিটি সারি ১৪ অক্ষরের হয়ে থাকে । ইংরেজিতে একে Sonnet বলা হয় । চতুর্দশপদী কবিতা দুটি ভাগে ভাগে বিভক্ত থাকে । প্রথম ভাগটি হয় ৮টি চরণে এবং এই অংশটিকে বলা হয় অস্টক । পরবতর্তী ৬টি চরণের অংশটিকে বলা হয় ষষ্টক । অষ্টকে মূলত ভাবের প্রবর্তণা এবং ষটকে ভাবের পরিণতি বর্ণিত হয়ে থাকে । এই ধরনের কবিতায় কয়েক প্রকার অন্ত্যমিল পরিচালিত আছে । যেমন, প্রথম আট চরণ: কখখক কখখক এবং শেষ ছয় চরণ ঘঙচ ঘঙচ ।

অথবা প্রথম আট চরণ: কখখগ কখখগ, শেষ ছয় চরণ : ঘঙঘঙ ।

“কপোতাক্ষ নদী” কবিতার মিলের বিন্যাস : কখকখ কখখক গঘগ ঘগঘ ।

About book

বইয়ের নাম : চতুর্দশপদী কবিতাবলী
লেখক : মাইকেল মধুসূদন দত্ত
ফাইলের ধরন : পিডিএফ
ফাইল সাইয : ১.৪০ এমবি
বই ডাউনলোড ::

Telegram:

Click here to download

The post নিয়ে নিন মাইকেল মধুসূদন দত্তের লেখা “চতুর্দশপদী কবিতাবলী” appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!