অটোমেটিক আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে নিয়ে আসবেন দেখেনিন

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে আগের অবস্থায় নিয়ে আসবেন। আপনারা হয়তো জানেন ইদানিং নতুন আপডেটের পর প্রায় সকল পেজ অটোমেটিক প্রোফাইল টাইপ হয়ে যাচ্ছে। এরকম প্রোফাইল টাইপ পেজ অনেকের কাছে ভালো লাগছে আবার অনেকের কাছে আগের ক্লাসিক পেজই ভালো ছিলো। তো যারা চাচ্ছেন আপনার আগের অবস্থায় ক্লাসিকভাবে আপনারা আপনার পেজটিকে রাখবেন তারা চাইলে খুব সহজে আপনারা আপনাদের আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজটিকে আগের ক্লাসিক পেজে নিয়ে আসতে পারবেন।
আর এর জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের যেকোনো একটি ব্রাউজারে। তারপর Facebook.Com Login এ গিয়ে আপনার পেজটি যে আইডিতে রয়েছে সেই আইডিটা লগইন করেনিন।

এবার ওপরে এ অফশনে ক্লিক করুন

এখান থেকে Desktop সাইটটি চালু করুন

তারপর আবারো সার্চবারে সার্চ দিন web.facebook.com লিখে

এরকম একটা অফশন আসলে আইডির কোনায় ক্লিক করে আপনার পেজ সিলেক্ট করে পেজে প্রবেশ করুন

এখানে পেজের ৩ টা ডট এ ক্লিক করলে অনেকগুলো অফশনের মধ্যে Switch To Classic Page এখানে ক্লিক করুন।

Continue ক্লিক করুন

আবারো পুনরায় Continue ক্লিক করুন

Classic পেজে যেতে Switch Back করুন

ব্যাস দেখুন আপনার পেজটি ক্লাসিক আগের পেজের মতো হয়ে গেছে।

আরেকটি কথা আপনারা চাইলে আবারো একইভাবে ওই অফশনে গিয়ে পুনরায় প্রোফাইল টাইপ পেজে নিয়ে যেতে পারবেন। আশাকরি বুঝতে পেরেছেন না।
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post অটোমেটিক আপডেট হয়ে যাওয়া প্রোফাইল টাইপ ফেসবুক পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে নিয়ে আসবেন দেখেনিন appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!