বিজ্ঞান এবং কুরআনের সদৃশসমূহ একত্রিত করে লেখা “Scientific Al Quran” বই রিভিউ

বিজ্ঞান ও কুরআনের সাদৃশ্যসমূহ একত্রিত করে লেখা “Scientific Al Quran” বই রিভিউ

বতমান যুগ আধুনিক যুগ । আধুনিকতার এই যুগে আমরা একটি মুহূতও বিজ্ঞানকে ছাড়া কল্পনা করতে পারি না । আমরা প্রতিটি কাজেই বিজ্ঞানের সাথে কোন না কোনভাবে জড়িত । কিন্তু তাই বলে বিজ্ঞানই সবকিছু তা নয় । বিজ্ঞান হলো পবিত্র কুরআনের একটি অংশ মাত্র – এটি প্রমাণ করে দিয়েছে সাইন্টিফিক আল কুরআন বইটি । তো চলুন বইটি সম্পকে একটু জেনে নিই ।

বইয়ের নাম : সাইন্টিফিক আল কুরআন

লেখক : মোহাম্মদ নাসের উদ্দীন

পৃষ্ঠা সংখ্যা : ৩৮৩টি
প্রকাশক : দারুস সালাম বাংলাদেশ

বইটি সম্পকে বিস্তারিত :-

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের বিভিন্ন সুরাতে একাধিক বার বলেছেন যে, যদি কেউ কুরআনের মতো একটি গ্রন্থ লিখতে শুরু করে তবে কিয়ামত পযন্ত তার একটি সুরাও লিখতে পারবে না । এই উক্তিটি থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীর সকল জ্ঞানের ভান্ডার হলো আল কুরআন । যদি কেউ কুরআনকে গবেষণা করে তবে সে পৃথিবীর সবকিছু ব্যাখ্যা করতে পারবে । তার প্রমাণ বহন করছে সাইন্টিফিক আল কুরআন বইটি ।

বিজ্ঞানের নতুন নতুন সকল আবিষ্কার মানুষকে মুগ্ধ করে তুলেছে । তারা ভাবছে যে বিজ্ঞানই সকল কিছু । কিন্তু বিজ্ঞানের সব নতুন বিষয়গুলো ১৪০০ বছর আগেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন । তাই বিজ্ঞানকে পবিত্র কুরআনের পরে স্থান দিতে হবে ।

বিজ্ঞান শুধুমাত্র প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারে । আর কিছুই করতে পারে না । অতীতে কি ঘটেছে তা বলতে পারে না । যদিও বলেছে তা হাস্যরসিক । কিন্তু কুরআন শরিফে অতীতের ঘটনা এবং ভবিষ্যতের ঘটনা দেওয়া আছে যা এখন বাস্তবতার সাথে মিলে যাচ্ছে ।

“সাইন্টিফিক আল কুরআন” বইটি ১৩টি খন্ডে বিভক্ত করা হয়েছে । প্রতিটি অধ্যায়ে পবিত্র কুরআনের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন : পদাথবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভুগোল প্রভৃতি শাখার সাথে মিল দেখানো হয়েছে । সূচিপত্র থেকে কিছু নমুনা নিচে দেখানো হলো ।


কুরআন ও হাদিসের রেফারেন্স সহ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে । দেখানো হয়েছে বিজ্ঞান যে বিষয়গুলো ৩শত বছর আগে আবিষ্কার করেছে, কুরআনে তা ১৪০০ বছর আগেই দিয়ে দিয়েছে । তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন যে বইটি কতটা সুন্দর ।

লেখক পরিচিতি: সাইন্টিফিক আল কুরআন বইয়ের লেখক হচ্ছে মোহাম্মাদ নাসের উদ্দীন । তিনি মূলত “বিকেএসপি” এর প্রভাষক । তিনি ইসলামিক স্টাডিজের উপর পড়াশোনা করেছেন । তাঁর লেখার বৈশিষ্ট্য হচ্ছে কুরআন । কুরআনকে সবার উপরে স্থান দেওয়া তার লেখার মূল বৈশিষ্ট্য । তাঁর লেখা বইগুলোর বেশিরভাগ “দারুস্ সালাম বাংলাদেশ” কতৃক প্রকাশিত ।

বইটির মূল্য সংক্রান্ত :

বইয়ের পাতায় লেখা মূল্য হচ্ছে ৪২৫ টাকা । বাজারে বিভিন্ন দামে বিক্রয় করছে । এছাড়া অনলাইনে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে । Rokomary.com থেকে আমি কিছুদিন আগে বইটি কিনেছি । ৫০ টাকা ডেলিভারি চাজ সহ বইটির দাম পড়েছে ৩শত ৫ টাকা । বইটির পিডিএফ এখন বের হয় নি । আপনারা চাইলে বইটি কিনে পড়তে পারেন ।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি । বিদায় ।

The post বিজ্ঞান এবং কুরআনের সদৃশসমূহ একত্রিত করে লেখা “Scientific Al Quran” বই রিভিউ appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!