আসসালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
অনেক দিন পরে আবারো ট্রিকবিডিতে লিখতে বসলাম । জানিনা লেখা সেভ থাকবে নাকি কারেন্ট চলে যাবে! কারণ, দেশের যে অবস্থা পুরাই আউলা ঝাউলা। যাইহোক কাজের কথায় ফেরা যাক।
আজকে আমি যে বিষয় গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলোঃ
- একজন ফ্রিল্যান্সার এর মার্কেটপ্লেসে নিয়ে ধারণা,
- প্রোজেক্ট বুঝা এবং
- প্রোপোজাল লেখা,
- ক্লায়েন্টের কথা শুরু করা এবং রিহায়ারিং ।
তাহলে চলুন শুরু করা যাক।
আরো পড়ুনঃ CPA Meaning Marketing, What Is It?
একজন ফ্রিল্যান্সার এর মার্কেটপ্লেসে নিয়ে ধারণাঃ
একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে জয়েন করার পর পর আমরা কি করি? যে মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত পড়াশোনা করে ফেলি তাইনা?
মনে করেন, আমি আপওয়ার্কে কাজ করি । তাহলে আমি অবশ্যই আপওয়ার্কের গুরুত্বপূর্ণ রুলস গুলো পড়ে ফেলবো । যেন পরবর্তীতে আমার সাইড থেকে কোনো ভুল এর কারণ একাউন্ট সাসপেন্ড না হয়।
সেক্ষেত্রে আমি অবশ্যই আপওয়ার্কের Trust, safety, and security থেকে সব গুরুত্বপূর্ণ রুলস রেগুলেশন গুলো পরে ফেলবো ।
নতুন কেউ যখন মার্কেটপ্লেসে জয়েন করে সে এসব বিষয় নিয়ে বিস্তারিত ধারণা পায় না । যার ভলে সে বিভিন্ন ধরণের ভুল করে বসে। এবং মার্কেটপ্লেস হতে ভায়োলেশন নটিশ/মেইল পেয়ে থাকে। এর ফলে একাউন্ট সাস্পেন্ড হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে।
প্রোজেক্ট বুঝাঃ
এখন ২য় স্টেপে আসার পরে আপনি তো যেকোনো প্রপোজাল সব ধরণের কাজের জন্য সাবমিট করতে পারবেন না। এরজন্য আপনাকে আগে প্রোজেক্ট বুঝতে হবে । নিচের নমুনাটি দেখুনঃ
Need someone to write an article
I need someone to write an article about how manual processes are prevalent across multiple African industries and why most software solutions created in the West are not well suited to African businesses.
Using these applications equates to fitting round pegs in square holes and must be supplemented with additional manual/semi-automated processes to accomplish a decent level of success.
This article will delve deep into a specific industry our company plans to revolutionise.
এইটা হচ্ছে এটা ক্লায়েন্টের জব ডিটেইলস। এখন আপনি এর জন্য কি প্রপোজাল সাবমিট করবেন? তাহলে চলুন আগে প্রোজেক্টা বুঝার ট্রাই করি ।
ক্লায়েন্টের জব টাইটেল হচ্ছে তার একজন আর্টিকেল রাইটার প্রয়োজন। চলুন জব ডিটেইলস পড়ে ফেলা যাক ।
আমার একজন আর্টিকেল রাইটার প্রয়োজন জিনি “একাধিক আফ্রিকান শিল্প জুড়ে ম্যানুয়াল প্রক্রিয়াগুলি কীভাবে প্রচলিত এবং কেন পশ্চিমে তৈরি বেশিরভাগ সফ্টওয়্যার সমাধান আফ্রিকান ব্যবসার জন্য উপযুক্ত নয়” এই ব্যাপারে একটা আর্টিকেল লিখতে পারবে । এবং উনি আরো উল্লেখ করেছেন “এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা বর্গাকার গর্তে বৃত্তাকার খুঁটি লাগানোর সমান এবং সাফল্যের একটি শালীন স্তর সম্পন্ন করতে অতিরিক্ত ম্যানুয়াল/আধা-স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলির সাথে সম্পূরক হওয়া আবশ্যক।” এবং তিনি সর্বশেষে যুক্ত করেছেন “এই আর্টিকেলটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির ডীপ রিসার্চ করবে যা আমাদের কোম্পানি বিপ্লব করার পরিকল্পনা করছে।” এই ছিলো ক্লায়েন্টের জব ডিটেইলস। চলুন এখন আমরা এই প্রোজেক্টের জন্য কেমন প্রোপোজলা লিখবো সেটা দেখে নেওয়া যাক।
প্রোপোজাল লেখাঃ
প্রথমে একটা ক্লায়েন্টকে শুভেচ্ছা জানিয়ে আমরা কভার লেটার লেখা শুরু করবো। মনে রাখবেন ক্লায়েন্টকে স্যার/ম্যাম এসব লেখা থেকে বিরত থাকবেন। যদি ক্লায়েন্ট আগে থেকেই কোনো কাজ করিয়ে থাকে তাহলে আগের প্রোজেক্ট থেকে তার নাম জেনে আসবেন। ভালো করে বুঝার জন্য নিচের পিক অনুসরণ করুন।
এখানে ভালো ভাবে খেয়াল করুন । দেখুন ক্লায়েন্টের নাম আগের ফ্রিল্যান্সাররা সুন্দর করে ম্যানশন করে দিয়েছে। এখান থেকে আপনি ক্লায়েন্টের নাম দেখে নিয়ে প্রোপোজালে উল্লেখ করে দিবেন ।
তাহলে চলুন লিখে ফেলা যাক।
Hi clients name/Hi there/Grettings/Hello there/Dear Emplyer
Hi there!!!
As a article writer, I can help you produce high-quality, engaging content that will resonate with your target audience. I have a keen eye for detail and a knack for finding the most interesting stories to share, which makes me an ideal candidate for creating content that will capture your readers’ attention and keep them coming back for more.In addition to writing compelling content, I also have experience crafting effective social media posts and email marketing campaigns that will help promote your content and reach a wider audience. I am confident in my ability to produce engaging, original content that will help you achieve your marketing goals.
If you’re looking for someone to help you create content that is both informative and engaging, then I would be the perfect fit for your needs. Please don’t hesitate to contact me if you would like to discuss a content writing project. I look forward to hearing from you!
[Your name]
যদি একই ধরণের প্রোজেক্ট আগে করে থাকেন তাহলে সে প্রোজেক্টের লিংক শেয়ার করতে ভুলবেন না। এটা আপনাকে কাজ পেতে আরো বেশি সহায়তা করবে।
ক্লায়েন্টের কথা শুরু করা
ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি কিভাবে শুরু করবেন? প্রথমে কি Hi sir, I can work for you, etc etc এসব লিখবেন? না মোটেও না। আপনি অবশ্যই প্রোফেশনালী মেসেজ লিখবেন ।
কোনো সর্টকাট লিখেন না। ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি সুন্দর করে তাহলে একটা সম্বোধনসূচক মেসেজ দিবেন যেমন প্রোপোজালে লিখেছেন। এরপরে তাহকে প্রোজেক্ট এর ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাস করবেন। আপনি ৩ধাপে কিছু প্রশ্ন করতে পারেন
প্রথম ধাপঃ আর্টিকেলটা ওয়ার্ডের হবে, এস ই ও ফ্রেন্ডলি হবে কিনা, উনার কপিটিটোরস আছে কিনা।
দ্বিতীয় ধাপঃ প্রোজেক্টের ডেডলাইলন এবং রিভিশন সিস্টেম । রিভিশন আনলিমিটেড বলে দিবেন।
তৃতীয় ধাপঃ সব শেষে ক্লায়েন্টের বাজেট নিয়ে কথা বলবেন ।
এসব আলোচনা শেষ হয়ে গেলে আপনি তাকে হায়ার করতে বলতে পারেন। সব ঠিকঠাক থাকলে আপনি প্রোজেক্ট পেয়ে গেলেন। যদি কোনো কারণ মিস হয় প্রোজেক্ট তাহলে পরবর্তীতে সেই মিস্টেকটা সেরে ফেলবেন।
আরো পড়ুনঃ Freelance Digital Marketing Services for Small Businesses
রিহায়ারিং
ক্লায়েন্টে সব সময় হাই কোয়ালিটি কাজ দেওয়ার ট্রাই করবেন । ক্লায়েন্টের মেসেজ গুলো যত দ্রুত সম্ভব রিপ্লাই করার ট্রাই করবেন । যদি দেরি করে রিপ্লাই করে তাহলে অবশ্যই ক্ষমাসূচক মেসেজ দেবেন। তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি পজেটিভ রিয়্যাকশন দেখাবে। এটা রিহায়ারিং এর ক্ষেত্রে সহজ হবে।
তাহলে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি । দেখা হবে আগামী কোনো পোস্টে । ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ।
The post স্বল্প কথায় ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে আলোচনা appeared first on Trickbd.com.