ফ্রিতে নিয়ে নিন পারফেক্ট প্যানেল এসএমএম স্ক্রিপ্ট (FSP Perfect Panel V3 SMM Script) | স্ক্রিপ্ট দিয়ে সাইট বানিয়ে নিজের সাইট দিয়েই ব্যবসা করুন

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

কয়েক মাস আগে Smart Panel SMM Script শেয়ার করেছিলাম, তারপর অনেকেই পারফেক্ট প্যানেল স্ক্রিপ্ট শেয়ার করতে বলেছিলেন। তাদের জন্য আজকের এই পোষ্ট।


Perfect Panel কিঃ

Perfect হলো এসএমএম প্যানেলের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি স্ক্রিপ্ট। এটি মূলত FSP Perfect Panel নামে পরিচিত। এটির ভার্সন ৩।
পূর্বের ভার্সনগুলোর চেয়ে এটি আপডেট এবং এটাতে আছে ২৬ টি আলাদা থিম। এটা ফ্রিতে পাওয়া যায় না। আমি নিজেও এটা কিনেছিলাম।

Perfect Panel স্ক্রিপ্ট ডাউনলোড:

স্ক্রিপ্ট লিংকঃ গুগল ড্রাইভ
জিপ ফাইলের ভিতর ডাটাবেস ফাইল (database.sql) ফাইল আছে।

Perfect Panel ইন্সটল:

প্রথমে আপনার হোস্টিং প্যানেল থেকে একটি ডেটাবেস, ইউজার খুলে & এক্সেস দিয়ে নিবেন।
তারপর PhpMyAdmin থেকে ডেটাবেস sql ফাইলটি ইমপোর্ট করবেন।

এবার File Manager গিয়ে public_html অথবা যে ফোল্ডারে সাইট বানাতে চান সেখানে ডাউনলোড করা স্ক্রিপটি অপলোড করে Extract করুন।

আনজিপ ফাইলে app>config.php ফাইল পাবেন সেটা এডিট করে ডেটাবেস নেম, ইউজার নেম & পার্সওয়ার্ড দিয়ে সেভ করলেই সাইট রেডি।

এডমিন লগইনঃ

এডমিন লগইন লিংকঃ yourdomain.com/admin
username: admin
pass: 12345678

Cron Job কমান্ড এডঃ

ক্রন (cron) হচ্ছে ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলার প্রোগ্রাম। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কাজ করা, ভালো করে বললে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বা কমান্ড বা স্ক্রিপ্ট এক্সিকিউট করা। এটি এড না করলে Order Status & Priovider info etc পরবির্তন হবে না।

Cron Job এড করার জন্য হোস্টিং সিপ্যানেল থেকে Cron Job যেতে হবে অথবা সার্চ দিলেও পাবেন
Cron Job গিয়ে Common Settings এ Once per Minute দিবেন এবং Command এ নিচের এগুলো দিবন।

wget –spider -O – https://ift.tt/UAQjzOw >/dev/null 2>&1

wget –spider -O – https://ift.tt/PqFnyxE >/dev/null 2>&1

wget –spider -O – https://ift.tt/Om0n1ow >/dev/null 2>&1

এডমিন সেটিংঃ

এডমিন প্যানেলে গেলে এমন দেখতে পাবেন

মেনু আইকন থেকে সব সেটিং পাবেন

Provider এড করার জন্য Setting>Provider

Services import জন্য Service > Import Service

Theme change জন্য Setting >Theme

হোস্টিং এ স্ক্রিপ্ট সাপোর্ট না করলে / Server Error দেখালেঃ

Perfect panel স্ক্রিপ্ট সব হোস্টিং এ কাজ করে না। আপনার হোস্টিং প্যানলে কাজ না করলে পুতুল হোস্ট(এটা আবার কেউ প্রমোশনাল মনে করিয়ান না) ব্যবহার করতে পারেন। এটাতে কাজ করে।

Api Provider নিয়ে কিছু কথাঃ

বর্তমানে অনেক বাংলাদেশি api provider সাইট পাবেন, কিন্তু এগুলোর বেশির ভাগ কম দামে সার্ভিস দেওয়ার নাম করে প্রতারনা করাত রাত ছে।
এসব সাইট চেনার উপায় হচ্ছে, এগুলোতে মিনিমাম ১০-৫০ ডলার ডিপোজিট করতে হয়।
যেগুলো ট্রাস্টেড সাইট এগুলোতে ১-৫ ডলার ডিপোজিট করা যায়। তাই এসব থেকে সাবধান থাকাই ভালো।
আপনার ভালো লাগলে SMTPanel.Com ব্যবহার করতে পারেন, এখানে মাত্র 0.20$ ডিপোজিট করা যায়।

যেকোন সমস্যা হলে কমেন্ট করুন।

The post ফ্রিতে নিয়ে নিন পারফেক্ট প্যানেল এসএমএম স্ক্রিপ্ট (FSP Perfect Panel V3 SMM Script) | স্ক্রিপ্ট দিয়ে সাইট বানিয়ে নিজের সাইট দিয়েই ব্যবসা করুন appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!