কাই ওপারেটিং সিস্টেম(KaiOS) সক্ষমযুক্ত মোবাইল এখন বাংলাদেশে !!! অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা এখন বাটন ফোনেই

কাই ওপারেটিং সিস্টেম (KaiOS) সক্ষমযুক্ত মোবাইল এখন বাংলাদেশে !!!

সবাইকে প্রথমে সালাম জানাই আসসালামু আলাইকুম । আশা করি সবাই কম বেশি ভালোই আছেন । আজকের আলোচনা আমি KAIOS মোবাইলের উপরেই সীমাবদ্ধ রাখতে চলেছি । আশা করি সকলে আমার আজকের আলোচনায় যুক্ত থাকবেন । তো চলুন শুরু করা যাক ।

আমাদের মধ্যে অনেকেই কাইওস সমৃদ্ধ মোবাইলের সাথে পরিচিত আছি । অনেকেই এ বিষয়ে হয়তো জানেনই না । আজ থেকে ১ অথবা ১.৫ বছর আগেই আমাদের দেশে “কাইওস” সমৃদ্ধ মোবাইল ফোনগুলো পরিচিতি পেয়েছে । কিন্তু ট্রিকবিডির মতো টেক রিলেটেড ওয়েবসাইটে এই ফোনগুলো সম্পকে কোন রিভিউ নেই । এছাড়া ট্রিকবিডির অফিশিয়াল ফেসবুক গ্রুপে অনেকেই এই ফোনগুলো নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন অনেক আগেই । তাই আজকে ফোনগুলো নিয়ে লিখতে বসে পড়লাম । তো চলুন দেরি না করে মুটো ফোনগুলো সম্পকে জেনে নেওয়া যাক ।

কাইওস একটি মুটো ফোনের জন্য ওপেরাটিং সিস্টেম যার রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড ফোনের সাধারণ ফিয়েচার । বাংলাদেশে এ পযন্ত ৩টি কাইওস ফোন বাজারজাতকৃত হয়েছে । ৩টি ফোনই রিলিজ করেছে Geophone । ফোনগুলোর তিনটি মডেল হলো :

১) T19
২) T15
৩) T19i

এই তিনটি ফোনগুলোর সব কয়টিই কাই ওপারেটিং সিস্টেম যুক্ত । গবের বিষয় হচ্ছে যে এই ফোনগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে । তবে ফোনের মাদারবোড ও অন্যান্য যন্ত্রপাতি চীন থেকে আমদানি করতে হয় । ভারতে কাইওস সমৃদ্ধ ফোনগুলো “JIOphone” কতৃক প্রকাশিত ।

Geophone তিনটির সাধারণ ফিয়েচারগুলো নিচে তুলে ধরা হলো ::

১) ফোন তিনটি ভিন্ন ভিন্ন রঙে সজ্জিত । যথা : নিল, সবুজ ও হালকা বাদামি

২) সবগুলো ফোনই কাইওস সমৃদ্ধ

৩) ফোনগুলোর জন্য রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর (কাইওস স্টোর) যার রয়েছে ৫শত+ গেম ও অ্যাপ ।

৪) যে সকল ব্রাউজার ও অ্যাপ সরাসরি ব্যবহার করা যাচ্ছে তা হলো : ফেসবুক, ইউটিউব, ইউসি ব্রাউজার, ওয়্যাট্সিঅ্যাপ ইত্যাদি ।

৫) সামনে ও পিছনে 0.3 MP এর ক্যামেরা । ছোট ফোন হিসেবে ক্যামেরাগুলো স্ট্যান্ডাড ।

৬) ওয়াইফাই, হট্স্পট, ব্লুটুথ সক্ষম যুক্ত ।

৭) ফ্লাশ লাইট সিস্টেম

৮) গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্ট । মুখে বললেই কাজ করে দিবে মোবাইল অথাৎ ভয়েস সিস্টেম ।

৯) ভিডিও ও অডিও রেকডার এবং স্ক্রিনশট টেকিং সিস্টেম

১০) কাইওস ওয়েদার(আবহাওয়ার সংবাদ) ও নিউজ তো সাথে থাকছেই ।

১১) পিডিএফ, ডক্স, টেক্সট ও ইপাব -এর মতো ই-বুক রিডার থাকছে অ্যাপ স্টোরে

১২) 4g lte নেটওয়াক সিস্টেম এবং হট্সঅ্যাপে অডিও কল দেওয়ার ব্যবস্থা

এছাড়া আরও সুবিধা দিচ্ছে মোবাইলগুলি । আজ একটু সাধারণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম । পরবতীতে ফোনটির সুবিধা ও অসুবিধা নিয়ে থাকছে বিশেষ পব । সাথেই থাকুন ।

The post কাই ওপারেটিং সিস্টেম(KaiOS) সক্ষমযুক্ত মোবাইল এখন বাংলাদেশে !!! অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা এখন বাটন ফোনেই appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!