Waloc: আপনার কাছের মানুষের লোকেশন আপডেট পান WhatsApp এর মাধ্যমে।

আমি জানি না অনেকেই এই অ্যাপ সম্পর্কে জানেন কিনা, তাও পোস্ট করলাম, যারা জানেন না তাদের জানানোর উদ্দেশ্যে।


App Name: Waloc

Play Store Link: 10 MB

QnA:

১. Waloc কী?

– এটা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা Whatsapp এর আনঅফিশিয়াল প্লাগিন হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট একটি মেসেজ পেলে ক্লায়েন্ট এর ইনফরমেশন শেয়ার করে কমান্ডার কে।

২. কেন এটা ব্যবহার করবো?

– এটার মুল উদ্দেশ্যই হলো ফ্যামিলি সেফটি। আপনার ছোট ভাই/বোন বা সন্তান বা স্ত্রী(সন্দেহ করা উচিত নয়) কখন কোথায় রয়েছে সে লোকেশন জানতে পারবেন তাও সরাসরি গুগল ম্যাপে।

৩. এটা কি কারো উপর গোপনে নজর রাখার জন্য ব্যবহার করা যাবে?

– না। আমি চেস্টা করেছিলাম। বিভিন্ন ভাবে মোড করেছিলাম। অ্যাপ টা গোপন করার অপশন চালু করলাম, নটিফিকেশন থেকে লোকেশন এর চিহ্ন গোপন করলাম, কিন্তু মুল কাজটাতেই সব ফাস হয়ে যায়, সেটা হলো যখন অ্যাপটি কমান্ডার কে লোকেশন পাঠাবে তখন সেটা ক্লায়েন্টও দেখতে পারবে। সেটা ডিলিট অপশন চালু করতে গেলে Whatsapp মোড করে এই প্লাগিনটা ঢুকিয়ে দিয়ে প্রোগ্রাম নতুন করে করতে হবে যা আমার দ্বারা সম্ভব নয়। তাই, না, এটা এভাবে গোপনে নজরদারির জন্য ব্যবহার করতে পারবেন না।

৪. এটা কি ইনফরমেশন কালেক্ট করে নিজের সার্ভারে জমা রাখে?

– না এটি সম্পুর্ন নিরাপদ। এমনকি এর নিজস্ব কোনো সার্ভার নেই যে আপনার তথ্য চুরি করে নিজ সার্ভারে জমা করবে বা কাউকে পাঠাবে। (তারপরও কিছু বিতর্ক থেকেই যায়। লাখ মানুষ ব্যবহার করছে আর প্লে-স্টোরে আছে, তাই ভরশা করতে পারেন।

ধরি, আমি আমার ছোট ভাই এর ফোনে এইটা যুক্ত করতে চাই, তাহলে আমার ছোট ভাইয়ের ফোনে এই অ্যাপটা ইন্সটল করবো।

আসুন, এবার স্ক্রীনশট ফলো করি।









সেট-আপ কম্পলিট।
এবার আমার ফোন দিয়ে দেখুন ছোট ভাইকে কোড মেসেজটা পাঠালাম।
আর, বুম! রেজাল্ট দেখুন।

আজ এ পর্যন্তই।

ভালো থাকবেন। ☺

The post Waloc: আপনার কাছের মানুষের লোকেশন আপডেট পান WhatsApp এর মাধ্যমে। appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!