আগামিকালকের বাংলাদেশ বনাম ভারত এর ম্যাচ দেখুন ফ্রিতে , Mobile ও PC তে

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন।  তো বিশ্বকাপ শুরুই হয়ে গিয়েছে, বাংলাদেশ ও একটি হার ও ২টি জিতেছে। ইনশাল্লাহ প্রতিটী ম্যাচ ই বাংলাদেশ জিতবে।

এখন মোবাইল বা পিসি আপনি যাই ব্যবহার করেন না কেনো, কোন প্রকার অ্যাপ ছাড়াই কালকের ম্যাচ ফ্রিতে দেখতে পারবেন। ফ্রি বলতে MB তো অবশ্যই লাগবে। তবে টাকা লাগবে না।

সামনে ফিফা বিশ্বকাপ ও কাছা কাছি। এই সকল খেলা আপনার ফোন ও পিসিতে খুব সহজে যে ভাবে দেখতে পারবেন তার উপাই আজকে জানাবো।  আগামীকাল বাংলাদেশ বনাম ভারত এর ম্যাচ রয়েছে।  ম্যাচটি দুপুর ২টায় দেখতে পারবেন  । আগামীকালকের ম্যাচ আপনার ফোন বা ল্যাপটপে ঝামেলা ছাড়া দেখার জন্য Durbinlive  এ প্রবেশ করুন । এই ওয়েব সাইট সকলেই প্রায় জানা। এই ওয়েব সাইটে আপনার কালকের ম্যাচ সহ, ফিফা বিশ্বকাপ এর সকল ম্যাচ ফ্রিতেই দেখতে পারবেন।

  • সাইটে প্রবেশ করার পর নিচের মতো আসবে

এখান থেকে GTV বা Live T20 যে কোন অথবা Star Sports সিলেক্ট করে প্রবেশ করুন। 

  • এরপর ভিডিও প্লে হলে নিচে দেখানো অপশনে ক্লিক করে সাইন্ড আন মিউট করে নিবেন , বা নিচে ডান সাইটের স্পিকার আয়কন থেকে সাইউন্ড আন মিউট করে নিতে পারবেন। 
  • কোন কারনে লিংক সমস্যা হলে নিচের দেখানো স্থানে ৩টি লিংক পাবেন সেখান ক্লিক করে লিংক চেঞ্জ করে নিবেন, এর পর ও সমস্যা হলে টেলিগ্রাম এ জানাবেন।

তাহলে আজকে এই পর্যন্ত কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন।

The post আগামিকালকের বাংলাদেশ বনাম ভারত এর ম্যাচ দেখুন ফ্রিতে , Mobile ও PC তে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!