যেকোনো চাকরির প্রিলিতে পাশ করার উপায়

আপনি প্রচুর পড়াশোনা করেছেন কিন্তু প্রিলিতে পাশ করতে পারছেন না? কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়?
চলুন আজ আমরা একটু বোঝার চেষ্টা করি।

বর্তমানে চাকরি হচ্ছে যেন এক সোঁনার হরিণ। বিশেষ করে সরকারি চাকরির জন্য তো কথাটা একরকম বাস্তব বলা চলে।

সমস্যা হচ্ছে, চাকরির জন্য দুই-তিন বছর প্রস্তুতি নিয়েও আমাদের মধ্যে অনেকে প্রিলিতেও টিকতে পারছেন না। যার অন্যাতম একটা কারণ হিসেবে আমার মনে হয় সঠিক গাইড লাইন না পাওয়া।

আপনি পুরো একটা বড় বই পড়ে শেষ করে ফেলেছেন কিন্তু ৫ টা প্রশ্নও কমন পরেনি। অথচ দেখা যায়, আরেকজন ছোট একটা বই পড়েই ২০/৩০ টা প্রশ্ন সলভ করে ফেলেছে। কিন্তু কিভাবে?

আসলে চাকরির জন্য প্রচুর পড়াশোনা কর‍তে হয় এইটা বাস্তব কথা। কিন্তু শুধু পড়লেই হবে না। কিছু টেকনিক অনুসরণ করতে হবে। যেটা আপনাকে অন্তত প্রিলিতে টিকতে সাহায্য করবে। পড়া মনে রাখতে সাহাজ্য করবে। চলুন আমরা কিছু টেকনিক দেখি।

প্রাথমিক কাজ: প্রিলির সিলেবাস ভালোভাবে বোঝার চেষ্টা করা।

ধরুন, আপনি ৪ নম্বরের জন্য ১০০ পেজ পড়েছেন অথচ ৩ নম্বরের জন্য ১০ পেজের একটা টপিক ভালোভাবে পড়েননি! এ ক্ষেত্রে আমি বলবো প্রিলি পড়ার আগে সিলেবাসটা আগে বুঝুন। সিলেবাস না বুঝলে, সিলেবাস নিয়ে একটু রিসার্চ না করলে আপনার পড়া কাজে আসবে না খুব একটা।

পড়ার জন্য বই নির্বাচন

প্রিলির পড়াকে বই পড়ার দিকে থেকে আমি কয়েকটি ভাগে ভাগ করতে চাই। এগুলো নিচে দেওয়া হলো-

  • বোর্ড বই পড়া
  • জব সলুশন (বিগত ২ বছর)
  • গাইড বই পড়া

কমপক্ষে দুই বার করে পড়বেন আর গুরুত্বপূর্ণ টপিকসে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন।

চলুন আমরা দেখি বোর্ড বই হিসাবে কি কি বই পড়বো-

  • বাংলা ২য় সর্বশেষ সংস্করণ (৯-১০)
  • সাধারণ ও উচ্চতর গণিত (৯-১০)
  • সাধারণ বিজ্ঞান (৯-১০)
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৯-১০)
  • ভূগোল (৯-১০)
  • ICT (11-12) সিলেবাসের টপিকস অনুযায়ী
  • লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)

চলুন আমরা দেখি গাইড বই হিসাবে কি কি বই পড়বো-

  • বাংলা: অগ্রদূত/ সাহিত্য জিজ্ঞাসা
  • ইংরেজি: মাস্টার গ্রামার এবং মিরাকল সাহিত্যের জন্য
  • সাধারণ জ্ঞান: MP3 জর্জ সিরিজ ( বাংলাদেশ, আন্তজার্তিক,ভূগোল)
  • অংক: খাইরুল ব্যাসিক ম্যাথ/শাহিন ম্যাথ

প্রতি বিষয়ের যে কোন একটা বই কিনবেন। এক বিষয়ের জন্য আলাদা আলাদা বই না পড়াই ভাল। তবে আপনার হাতে যদি প্রচুর সময় থাকে তাহলে ভিন্ন কথা।

উদাহরণস্বরুপ, যেমন বাংলার জন্য শুধু অগ্রদূত/প্রফেসার/সাহিত্য জিজ্ঞাসা কিনবেন। একি বিষয়ে একের অধিক বই কেনার প্রয়োজন নেই।

শেষ কথা

বই পড়া নিয়ে তো কথা হলো। তবে চাকরির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল সঠিকভাবে আবেদন করা।

কারণ, এখন প্রতিটা জবেই আবেদন করতে টাকা লাগে। আর সেই আবেদন যদি সঠিক না হয় বা ছোট একটা ভুল হয় তাহলে কিন্তু আপনার প্রবেশপত্র আসবেনা।

সবচেয়ে বড় কথা হল এত এত প্রস্তুতি নিয়ে যদি দেখেন আপনার প্রবেশপত্রই আসলোনা, তখন আসলে মনোবল ঠিক থাকে না।

সুতরাং আপনাকে জব সার্কুলার খুব ভালোভাবে পড়তে হবে। কিন্তু সম্প্রতি প্রকাশিত সকল জব সার্কুলার কোথায় পাবেন?

bekarpoint.com – যেখানে আপনারা সম্প্রতি প্রকাশিত প্রতিটি সার্কুলার বিস্তারিত এবং ডাউনলোড লিঙ্ক সহ পাবেন। অবশ্যই ডাউনলোড লিঙ্কগুলো অফিসিয়াল সাইটের থাকবে। তাই আপনার প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই।

তো আজ এ পর্যন্তই। ভাল থাকবেন সবাই।

The post যেকোনো চাকরির প্রিলিতে পাশ করার উপায় appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!