মোবাইলের স্ক্রীন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে

আসলামু আলাইকুম | সবাইকে স্বাগতম |ট্রিকবিডিতে আজ আমার দ্বিতীয় পোস্ট | সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি দ্বিতীয় পোস্ট শুরু করতে যাচ্ছি | তো চলুন শুরু করা যাক |

অাগামী দিনে আমি ওয়েবপেজ এমবেড করা শিখিয়েছিলাম | আজ আমি ফেসবুকে এবং ইউটিউবে মোবাইল স্ক্রিন লাইভ ব্রডকাস্ট কীভাবে করতে হয় তা শেখাতে যাচ্ছি |

আমরা অনেকেই চায় নিজের মোবাইল স্ক্রিন ইউটিউবে অথবা ফেসবুকে লাইভ দেখাতে | বিশেষ করে ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ লাইভ দিতে চায় | কিন্তু ক্রিকেট বা ফুটবল ম্যাচ লাইভ দেখাতে হলে অবশ্যয় কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হয় | কম্পিউটার এবং ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে OBS studio থেকে যেকোন কিছু লাইভ দেখানো যায় | সেক্ষেত্রে কম্পিউটারের সামনে না বসে থাকলেও চলে | সময়ের অপচয় কম হয় | কিন্তু আমাদের সবার তো কম্পিউটার থাকে না | আমরা চাইলেই মোবাইল স্ক্রিনকে লাইভ প্রদান করতে পারি ফেসবুকে বা ইউটিউবে | এখন চলুন শিখে নিই আমরা |

প্রথমে প্লে স্টোর থেকে

Camefi live

অ্যাপটি ডাউনলোড করুন |

অ্যাপে প্রবেশ করে সকল পারমিশন ওকে করুন | পলিসি accept করুন | অবশ্যয় ফ্রি ভার্সন ব্যবহার করবেন|

ক্যামেরার পরিবর্তে স্ক্রিন অপশন সেলেক্ট করুন |

যদি ফেসবুকে লাইভ দেখাতে চান তাহলে ফেসবুকে আর ইউটিউবে লাইভ দেখাতে চাইলে ইউটিউবে ক্লিক করুন | উদাহরণস্বরুপ ফেসবুক পেজে লাইভ দেখানোর নিয়মটি দেখিয়ে দিচ্ছি |

এখন নিয়ম অনুযায়ী লগ ইন করুন | তারপর ফেসবুক পেজ অথবা গ্রুপ সেলেক্ট করে ওকে করুন |

তাহলে মোবাইল স্ক্রিনের উপর কার্সরের মতো একটি বাটন থাকবে যা স্থানান্তরিত করা যাবে | ঐখানে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করে যাবতীয় সেটিংসগুলি দেখতে পাবেন | এখান থেকে ভিডিও সাইয,ধরন,বর্ণনা,শব্দ বন্ধ করা ও অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন |


Go অপশনে ক্লিক করার পর ‘creat’ অপশনে ক্লিক করলেই লাইভে চলে যাবেন |


প্রমাণঃ

সম্পূর্ণ বিষয়টি একনজর দেখে নিন নিচে দেওয়া ভিডিও থেকে | এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন |

Video & screenshot credit goes to Muhitbdt

তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, ইউটিউব চ্যানেলে লাইভ দেওয়ার ক্ষেত্রে চ্যানেলটির সাবস্ক্রাইবার কমপক্ষে ১হাজার হতে হবে | আর স্ক্রিন লাইভ দেখাতে গেলে মোবাইলের আশেপাশের সাউন্ডও চলে আসে | এটি সব থেকে বড় সমস্যা |

এখানেই শেষ করছি | সবাইকে ধন্যবাদ |

The post মোবাইলের স্ক্রীন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!