[ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See)

হ্যালো ট্রিকবিডিবাসী । শুরুতেই সবার প্রতি আমার সালাম “আস্সালামু আলাইকুম”, সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি ভালোই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালোই আছি । আজকে আমি একটি আপডেট ট্রিক আপনাদের মাঝে শেয়ার করবো । আশা করি এই ট্রিকটা অনেক জাভা ইউজার ভাইদের কাজে আসবে । আর বন্ধুরা প্রিয়ো ট্রিকবিডিতে এটাই আমার ১ম পোষ্ট ।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দূষ্টিতে দেখবেন ।
তো বেশি বকবক না করে মূল কাজে আসিঃ-

Main Topic

আজ আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে, “জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে কিভাবে পোষ্ট ( Only Text )করবেন . (একদম নতুন পদ্ধতিতে)

SOMEONE :অনেকেই হয়তো বলতে পারেন যে, ফেসবুক পেজে পোষ্ট করা কি ! এমন কঠিন ব্যাপার । আমি তাদের উদ্দেশ্যে বলছি , বেশ কিছুদিন ধরে আমরা যারা জাভা মোবাইল ইউজার ভাইয়েরা রয়েছি । আপনারা হয়তো খেয়াল করেছেন যে. বর্তমানে জাভা দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করা তো দূরের কথা , পেজ অপেন করায় যাচ্ছেনা । অনেক জাভা ইউজার’রা আছেন যারা পেজে পোষ্ট করতে আগ্রহী কিন্তু পাচ্ছেন না । আর কোনো চিন্তা নেই । আমার দেওয়া ট্রিকটা ফলো করতে পারেন । আশা করি , সক্ষম হবেন ।
তো অনেক ঘাটাঘাটির পর আমি জাভা দিয়ে পেজে পোষ্ট করতে সক্ষম হলাম । তাই আজকে আপনাদের সাথে ট্রিকটা শেয়ার করার জন্য লিখতে বসলাম ।

[Warning : Mobile View অন করুন]

Let’s Start :
তো প্রথমেই আপনাকে যেকোনো একটি অপেরা মিনিতে ঢূকতে হবে । যে অপেরা মিনি দিয়ে আপনি পেজে পোষ্ট করতে চাঁন , সেটাতে আগে থেকেই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখুন । আর যদি লগ ইন করা না থাকে তাহলে নাম্বার/জিমেইল, পাসোয়ার্ডের মাধ্যমে আইডিটি লগ ইন করে নিন ।
এরপর অপেরার হোম পেজে যান এবং “Enter Address এ চাপ দিন । (নিচের মতো)

এরপর সেখানে লিখুন

“mtouch.facebook.com/(এখানে আপনার পেজের ইউজার নেইম দিন)

এখানে আমি আমার পেজের ইউজারনেইম টা দিলাম অর্থ্যাৎ উদাহরণস্বরূপ এই ভাবে লিখুনঃ ( mtouch.facebook.com/bgmhs.bd )
নিচের মতো

তারপর কল বাটনের উপরের বাটন চাপুন + “go to” এ চাপুন ।
নিচের মতো

তারপর আপনাদের সামনে নিচের মতো ১টি ইন্টারফেইস শো করবে ।

এখন আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন । একটু যাওয়ার পর “Write Something” নামে ১টি অপশনের মতো দেখতে পারবেন । যেটাতে ক্লিক করার মতো পজিশন শো করবে ।
নিচের মতো

ঐটার উপর ক্লিক করুন ।
এইবার নিচের মতো দেখতে পারবেন ।

এখানে আপনার পোষ্ট লেখালেখির জন্য ১টি বক্স পাবেন এবং বক্সটির উপরে + নিচে “Post” লেখা দেখতে পারবেন । ভুলেও বক্সের নিচে থাকা “Post” লেখায় চাপ দিবেন না কারন বক্সের নিচে থাকা “Post” লেখাতে চাপ দিলে আপনার পোষ্ট পাবলিশ হবেনা । সো বক্সের উপরে থাকা “Post” লেখাটিতে চাপ দিতে হবে । তবেই আপনার পোষ্ট পাবলিশ হবে ।
এখন বক্সটিতে আপনি আপনার পোষ্টের বিস্তারিত লিখুন । আমি “I Love Trickbd” লিখছি । আপনারা আপনাদের ইচ্ছামতো লিখতে পারেন । তারপর ওকে চাপ দিয়ে পুনরায় ইন্টারফেসটিতে ফিরে আসুন নিচের মতো ।

এখন এই পেজটির সর্ব উপরে থাকে “Post” লেখাতে চাপ দিলেই আপনার পেজে করা পোষ্টটি পাবলিশ হয়ে যাবে ।

এরপর নিচের মতো আসলে বুজবেন , আপনার পোষ্ট পাবলিশ হয়েছে ।

তো এই ছিলো আজকের পোষ্টে ।
বন্ধুরা অবশ্যই পোষ্টটিতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানান ।

ধন্যবাদ

যেকোনো প্রয়োজনে ফেসবুকে

Shawon Ahmed Shan আমি ।

The post [ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See) appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!