২০২৩ সালে স্মার্টফোনে যেসব বিপ্লব ঘটবে।

সদ্য বিদায়ি ২০২২ ছিল উদ্ভাবনের বছর। বাজারে এসেছিল সর্বাধুনিক প্রযুক্তির ফোন। এরই ধারাবাহিকতা বজায় থাকবে এ বছরও। শুধু তাই নয়, ২০২৩ সালে রীতিমতো বিপ্লব ঘটবে ফোনের দুনিয়ায়। কী বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে ২০২৩ সালে তাই নিয়ে আজকের আয়োজন।

স্যাটেলাইট সাপোর্ট:

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনে স্যাটেলাইট সাপোর্ট এনেছিল গত বছর। আশা করা যাচ্ছে ২০২৩ সালে অ্যানড্রয়েড ফোনেও এ সাপোর্ট পাওয়া যাবে। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালে অ্যানড্রয়েড ১৪ ভার্সনে স্যাটেলাইট সংযোগ থাকবে।

আপডেটযোগ্য রুট সার্টিফিকেট:

অ্যানড্রয়েড ফোন বিভিন্ন কারণে রুট করার প্রয়োজন হয়। কিন্তু রুট করার পর অ্যানড্রয়েড সার্টিফিকেশন হারায়। পাশাপাশি অ্যানড্রয়েড সাপোর্টও অনেক সময় বন্ধ হয়ে যায়। এ সমস্যার সমাধানে এ বছরই মিলতে যাচ্ছে রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।

উন্নত ক্যামেরা :

২০২৩ সালে বাজারে আসা স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা গেছে। এরই ধারাবাহিকতা থাকবে নতুন বছরও। এ বছর অধিক মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে নতুন ফোনে।
আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট:
আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিল ফোনে অ্যানড্রয়েড টাইপ সি পোর্ট সংযুক্ত করা। সে দাবিতে সাড়া দিতে যাচ্ছে অ্যাপল। এ বছরই আইফোনে যুক্ত হচ্ছে টাইপ সি পোর্ট। ফলে অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়া যাবে।

অত্যাধুনিক ফাস্ট চার্জিং:

২০২২ সালে ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে। যা এ বছর আরও পরিণত হবে। নতুন বছরে ফোনে আরও বেশি উন্নত প্রযুক্তির ফাস্ট চার্জিং প্রযুক্তির সন্নিবেশন ঘটবে। ১০ কিংবা ২০ মিনিট নয় ৫ মিনিট কিংবা ১ মিনিটেই চার্জ হবে ফোন, এমনই প্রযুক্তি আসবে এ বছর।

বিঃদ্রঃ এই পোষ্ট যুগান্তর অনলাইন নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে।

The post ২০২৩ সালে স্মার্টফোনে যেসব বিপ্লব ঘটবে। appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!