অটো লাইক / ফলোয়ার নিয়ে নিন আপনার সোশ্যাল একাউন্ট গুলোতে

আসসালামু আলাইকুম। আমি চঞ্চল । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম । এর কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আমার মত বা আমার থেকেও অনেক বেশি।

আজ আমি যে বিষয় টি শেয়ার করবো তা হয়তো অনেকেই জানেন । যারা জানেন তারা এড়িয়ে যাবেন , এই পোস্ট টি যারা জানেনা তাদের জন্য। আজ দেখবো যে কিভাবে আপনি আপনার সোশ্যাল একাউন্ট গুলো তে অটো লাইক / ফলোয়ার নিবেন । আজকে আমি এমন একটা ওয়েবসাইট দেখবো যেখান থেকে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পোস্ট লাইক, ফলোয়ার , ইউটিউব ভিডিও ভিউ , লাইক, সাবসক্রাইব নিতে পারবেন , আপনার টুইচ একাউন্ট এ ফলোয়ার নিতে পারবেন। আর ও অনেক সোশ্যাল ওয়েবসাইট গুলো আছে ওখানে , আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন ।

আমি আজ আমার নতুন একটি TikTok অ্যাকাউন্ট এ ফলোয়ার নিয়ে দেখবো । আর এই ফলোয়ার গুলো নিতে যে পয়েন্ট লাগে , সেই পয়েন্ট আর্ন করে দেখবো। আর একাউন্ট খোলার পর ৩০ পয়েন্ট ফ্রী দেয়।

তো শুরু করার আগে আমার TikTok অ্যাকাউন্ট এর ফলোয়ার দেখে নিন । মাত্র ৯ জন , তাও এভাবেই নেয়া। কাল রাতে খুলছি একাউন্ট টা ।

প্রথমে এই লিংক থেকে ওয়েবসাইট টি তে চলে যান । তারপর উপরে রেজিষ্টেশন বাটুন এ ক্লিক করুন ।

তারপর ফর্ম টা ফিল আপ করে ক্যাপচা ভেরিফাই করে সাবমিট বাটুন এ ক্লিক করেন ।

তারপর ওখানে যে মেইল টি দিবেন , ওই মেইল এ একটা কোড যাবে , সেটা দিয়ে ক্যাপচা ভেরিফাই করে সাবমিট করুন। আমার যেহুতু খোলা আছে তাই আর খুলছি না ।

তারপর ডান পাশে উপরে 3 ডট মেনু থেকে Add/Manage Pages এ চলে যান ।

তারপর সিলেক্ট ফিচার এ ক্লিক করুন।

তারপর আপনার যেটা লাগবে সেটা সিলেক্ট করুন। আমি আজ যেহেতু TikTok follower নিবো তাই ওটাই সেলেক্ট করেছি ।

তারপর url এর জায়গায় আপনার ওই একাউন্ট বা পোস্ট এর লিংক টা দিন , আরকি আপনি যেখানে লাইক বা ফলোয়ার বা ভিউ নিতে চাচ্ছেন । তারপর credit per follow থেকে ৩ করে দিন । তারপর সাবমিট এ ক্লিক করুন।

দেখুন ফলোয়ার বাড়া শুরু হয়ে গেছে ।

তারপর এখন দেখবো যে কিভাবে পয়েন্ট আর্ণ করতে হয়। তো পয়েন্ট আর্ন করার জন্য আবারও 3 ডট মেনু থেকে Earn Credit এ চলে যান ।

তারপর লাইক এ ক্লিক করুন। অবশ্যই আপনার একটি ফেসবুজ একাউন্ট ওই ব্রাউজার এ লগিন করে রাখবেন ।

তারপর ওই পেজ টি লাইক করে দিন।

তারপর আবার আগের ট্যাব মনে লাইক নেয়ার ওয়েবসাইট এ চলে যান এবং Confirm এ ক্লিক করুন । আপনি চাইলে কনফার্ম এ ক্লিক করে পয়েন্ট পাওয়ার ওই আবার ওই পেজ টি Unlike করে দিতে পারেন , । দেখুন পয়েন্ট অ্যাড হচ্ছে । এভাবে বার বার করতে হবে । কিন্তু আপনার ওই লিংক টা চেঞ্জ করতে হবে না।

দেখুন ফলোয়ার বাড়তেছে ।

পরবর্তী তে অটো পয়েন্ট অ্যাড করার টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো , মানে আপনি ঐটা চালু করে রাখলে আপনাকে আর কিছুই করতে হবেনা , পয়েন্ট আর্ন হতে থাকবে।

তো আজ এই পর্যন্তই , সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন । ট্রিকবিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ ।

 

The post অটো লাইক / ফলোয়ার নিয়ে নিন আপনার সোশ্যাল একাউন্ট গুলোতে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!