মোবাইল দিয়ে স্টুডিও কোয়ালিটির ভয়েস রেকর্ড ও এডিট করুন এক এপ দিয়েই – কন্টেন্ট ক্রিয়েটর রা মিস করবেন না


কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন! চলে এলাম আবারো নতুন একটি পোস্ট নিয়ে আশা করছি সকলের ভালো লাগবে!

তো আজ বুঝতেই পারছেন একটি রেকর্ডিং এপ এর সম্পর্কে জানাতে এসেছি, যেই এপ নাম হলো:

Dolby On

এই Dolby On এপ টি বিশ্বের সেরা অউডি / সাউন্ড রিলেটেড কোম্পানি Dolby দ্বারা নির্মিত!
প্লে স্টোরে “Dolby On” লিখে সার্চ করলেই এই এপ টি পেয়ে যাবেন!

তো এই এপ এ প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস দেখবেন

উপরে Skip বাটনে চাপ দিলে এমন একটি পেজ ওপেন হবে এবং একাউন্ট করতে বলবে, আপনারা চাইলে করবেন নাহলে Not Now করে দিবেন!

এরপরে এমন একটি পেজ ওপেন হবে, মাইকের আইকনটিতে ক্লিক করলে ভয়েস রেকর্ড হওয়া শুরু হবে,

তারপরে ভয়েস রেকর্ড করা শেষ হলে এমন একটি প্রোসেস শুরু হবে, আমরা Got it এ ক্লিক করবো

ব্যাস রেকর্ড করা শেষ এবার Edit এর পালা এডিট করতে এখানে চাপুন

এবার Tools এ চাপ দিন

চাপ দিলেই সেখানে অনেক রকমের এডিটিং টুলস আসবে যেগুলো আপনারা নিজেরাই আপনাদের রেকর্ড অনুযায়ী এডিট করতে পারবেন এবং যা প্রোফেশনাল হবে।

এডিট শেষে অডিও এক্সপোর্ট করতে হবে,
তার জন্য Done এ ক্লিক করবো

এরপর শেয়ার আইকন এ ক্লিক করবো

এবার এখানে ক্লিক করবো

বয়াস এবার ফাইল ম্যানেজার ওপেন হবে, যেখানে চান সেখানে সেইভ করে নিন।

আজ এ পর্যন্তই ।। কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ যানান, আশা করি ভালো লাগলো।।
Telegram
ধন্যবাদ

The post মোবাইল দিয়ে স্টুডিও কোয়ালিটির ভয়েস রেকর্ড ও এডিট করুন এক এপ দিয়েই – কন্টেন্ট ক্রিয়েটর রা মিস করবেন না appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!