রাত কে দিন বানানোর Gcam – Night Mode এর জন্য সেরা Gcam

আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

আজ কথা বলবো জিক্যাম নিয়ে ! যা দিয়ে রাতে বা লো লাইটে অসাধারণ ফটো তোলা যায় ।

এবং যেই জিক্যাম এর কথা বলছি তার নাম হলো CamStellar !

Camstellar 

Camstellar আর অন্য জিক্যাম গুলোর মধ্যে পার্থক্য কী ?


সকল জিক্যাম ই মূলত গুগল এর পিক্সেল সিরিজের যেই ক্যামেরা থাকে সেই ক্যামেরা থেকে পোর্টেড হয়ে থাকে এবং প্রতিটি জিক্যাম আলাদা আলাদা ভাবে মডিফাইড থাকে । এই ক্যামস্টেলার জিক্যাম মূলত নাইট মোড কে বেশি ফোকাস করে মডিফাই করা হয়েছে ।

এই ক্যামেরায় কী কী এক্সট্রা ফিচার থাকছে ?


Super Astrophotography

যারা জিকাম ব্যবহার করি তারা আগে থেকেই এই এস্ট্রোফটোগ্রাফির ব্যাপারে জানি । এটা হলো মূলত নাইট মোড এর পিকচার কে আরো বেশি পিক্সেলস ও লাইট ব্যবহার করে আরও বেশী আকর্ষনীয় করে থাকে !

Best Night Sight

নাইট সাইড হলো এই ক্যামেরার একটি ফিচার যা দিয়ে মূলত রাতের ফটো বা সেলফি তোলা হয় , যা সকল জিক্যাম এই থাকে কিন্তু এই জিক্যাম এ যা এক্সট্রা করে মডিফাই করা হয়েছে ।

আরও রয়েছে মুন মোড , স্টার স্পেশালাইজড মুন মোড , সান মোড ইত্যাদি ।

 

 

একটি উদাহরণ দেওয়া যাক 

দেখুন এখানে কতো অন্ধকার !

আমি এখন এই জায়গার ছবি জিক্যাম দিয়ে ক্যাপচার করে দেখাচ্ছি !

নাইট মোড এ ছবি তোলার সময় Astrophotography অবশ্যই অন রাখতে হবে , কিন্তু যার ফলে কিছু সময় নিবে এই ক্যামেরা প্রতিটি ক্লিক এ !

দেখুন ছবিটি কতোটা আলোকিত এবং সুন্দর । যদি এই ছবিটি আমি শুধুমাত্র এই পোস্টের জন্যই তুলেছি আমার জানালার বাইরে পাশের কুড়েঘরের । জানালায় রেখে দিয়েছিলাম । আপনার আরও ভালো ভালো জায়গায় ছবি তুলতে পারেন যা আরও আকর্ষনীয় লাগবে !

Camera Download Link

Telegram 

Another Download Link

পরবর্তীতে আমি এই ক্যামেরার কনফিগ শেয়ার করবো এবং আরও শেয়ার করবো কীভাবে আকর্ষনীয় ছবি তোলা যায় ।

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

 

The post রাত কে দিন বানানোর Gcam – Night Mode এর জন্য সেরা Gcam appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!