টিকটিকের ট্রেন্ডিং কার্টুন ভিডিও বানান মাত্র ৩ মিনিটে With Prequel Apps

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন।আশা করি অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো টিকটিকের বর্তমান ভাইরাল ট্রেন্ডিং ভিডিও কার্টুন নিয়ে।

কিভাবে আপনার ভিডিও দিয়ে কার্টুন ভিডিও বানাবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো।

প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করুন ।

Prequel 1.54.1 Free apk

Prequel 1.59.0 Mod Apk telegram

এই সফটওয়্যারটি প্লে স্টোরে ফ্রী থাকলেও আপনাকে ভিডিও সেভ করার সময় পেমেন্ট করতে হবে ।এর জন্য prequel Old Version ফ্রী লিংক শেয়ার করেছি এবং সেই সাথে সকল ফিচার আনলক ব্যবহার করার জন্য Mod Apk শেয়ার করেছি ।

ডাউনলোড শেষ হয়ে গেলে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

অব্যশই ইন্টারনেট কানেকশন চালু রাখবেন।

এখন সফটওয়্যারটি ওপেন করুন এবং তারপর Accept All এ ক্লিক করুন তারপর আবার  Next এ ক্লিক করুন

তারপর আমরা যে ভিডিওটি কার্টুন বানাবো ঐ ভিডিওর জন্য নিচে (+) প্লাস আইকনে ক্লিক করবো।

তারপর আমদের ভিডিও সিল্কেট করে Next এ ক্লিক করবো

এই রকম পপ-আপ শো করলে উপরের (X) এ ক্লিক করুন

তারপর নিচে দেখানো ( Cartoon + ) ইফেক্ট এ ক্লিক করুন।

যদি এইখানে এই ইফেক্টটি না থাকে ,তাহলে নিচে সার্চ অপশনে ক্লিক করে Cartoon  এই লেখাটি সার্চ করুন

তারপর একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার নরমাল ভিডিওটি কার্টুন ভিডিও তৈরি হয়ে গেছে।

ভিডিওটি সেভ করার জন্য Next এ ক্লিক করুন।তারপর Save As এ ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে।

এইখানে আরো অনেক ইফেক্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন।

তো আর কথা না বাড়িয়ে আজকে এইখানে বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি টেলিগ্রামে আমি

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।

The post টিকটিকের ট্রেন্ডিং কার্টুন ভিডিও বানান মাত্র ৩ মিনিটে With Prequel Apps appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!