চলে এলো জিক্যাম কিং LMC8.4 এর R17 আপডেট

আসসালামুওয়ালাইকুম


কেমন আছেন সবাই ? আজ আবারো একটি নতুন জিক্যাম নিয়ে হাজির হলাম । এটা মূলত LMC 8.4 জিক্যাম এর একটি আপডেট !

আমরা সকলেই কম বেশি জিক্যাম ব্যবহার করে থাকি , কিন্তু অনেকেই মন মতো জিক্যাম পাই আবার অনেকেই পাইনা । তবে যারা জিক্যাম নিয়ে একটু খোজ খবর রাখি তারা একবার হলেও এই জিক্যাম এর নাম শুনেছি । LMC 8.4 এই জিক্যাম অনেক কম সময়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এর ফিচার্স এবং স্ট্যাবলিটির জন্য ।

কিছুদিন হলো এর R17 আপডেট চলে এসেছে । আজকে সেই আপডেট এর উপরেই পোস্ট নিয়ে হাজির হয়েছি !

নোটিশঃ এই জিক্যাম এর  অনেক কনফিগ আমার কাছে রয়েছে । জিক্যাম দেওয়ার সাথে সাথে অনেকেই অনেক জায়গায় নক দিয়ে বলেন যে কনফিগ কোথায় কোনো কনফিগ সাপোর্ট করেনা , ক্যামেরা এপ এর সমস্যা । অনেকে আবার ভুল্ভাল কনফিগ ডাউনলোড করেন তাদের জন্য বলছি । যেই যেই ডিভাইসের জন্য এই ক্যামেরার কনফিগ রয়েছে তা নিয়ে আমি আগামী ২/১ দিনের মধ্যে পোস্ট  করবো ।

চলুন এই ক্যামেরার কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাক ।

LMC8.4 R17


 

 

 

 Download Links


আগামীতে আমি এই ক্যামেরার সেরা কিছু কনফিগ নিয়ে লিখবো । সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেয ।


 

 

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

 

 

The post চলে এলো জিক্যাম কিং LMC8.4 এর R17 আপডেট appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!