আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন।
আজকে আমি স্ট্রিমিং মুভি সাইট নিয়ে কথা বলবো যেটা আমার দেখায় সবচেয়ে সেরা একটি সাইট। যেখানে সব ধরনের মুভি হলিউড থেকে শুরু করে জাপানিজ , কোরিয়ান , হিন্দি , টিভি সিরজ , অ্যানিমেশন পায় সব ধরনের মুভি পাওয়া যায় । এই সাইটটি আমার মত সেরা কারণ:- এর মুভি কালেকশন অনেক হিউজ, অ্যাড ফ্রি , স্ট্রিমিং অনেক ফাস্ট , বাফারিং সমস্যা নেই বললেই চলে সাথে বিভিন্ন ভাষার সাবটাইটেলও আছে এবং মুভি যদি ডাউনলোড করা প্রয়োজন হয় তাহলে 1DM দিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন । সেক্ষেত্রে 1DM দিয়ে স্ট্রিমিং করতে হবে তখন ফাইল সাইজ গুলো ডাউনলোড আইকন অপশনে চলে আসবে সেখান থেকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও সাইটটি নিজস্ব একটা অ্যাপস আছে যেখান থেকেও আরো সহজে মুভি স্ট্রিমিং করা যায় ।
এটি স্ট্রিমিং সাইট থেকে অনেকটা ফার্স্ট ।নিয়মিত মুভির আপডেট এবং সম্পূর্ণ এড ফ্রী।
কিন্তু এই অ্যাপসটা থেকে মুভি ডাউনলোড দিতে সমস্যা কারণ এখান থেকে মুভি ডাউনলোড দিতে হলে একটা Splayer নামক সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন যেটা লিংকে নিচে দেওয়া হবে এখন Splayer থেকে ডাউনলোড দিলে অনেক অ্যাড আসে এবং অনেক সময় ডাউনলোড স্টপও হয়ে যায় । তাই আমার মতে এটা রিকমান্ডেড না। এখানে অ্যাপসে Mx player দিয়ে মুভি স্ট্রিমিং করারও অপশন আছে যেটা কাজ করে না সম্ভবত এটা নিয়ে কাজ চলছে
এখন কেউ যদি অ্যাপস থেকে Splayer দিয়ে মুভি ডাউনলোড করতে চায় তাহলে প্রথমে স্ট্রিমিং অ্যাপসটার ভেতরে ঢুকে যে কোন একটা মুভির মধ্যে ক্লিক করে Splayer অপশনটা সিলেক্ট করলেই বাকি প্রসেসটা সে নিজেই বুঝতে পারবে।
তো সব মিলিয়ে ওয়েবসাইটটি আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা ইউজ করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে
Streaming Site : https://solarmovie.pe/
Streaming app : https://ift.tt/GczdyeC
Splayer : https://ift.tt/huLyZKc
আর এটা আমার প্রথম পোস্ট ছিল তাই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
…আল্লাহ হাফেজ …
The post মুভি দেখার জন্য সবচেয়ে সেরা একটা Streaming site..🔥 appeared first on Trickbd.com.