[Module] মবইল Safetynet Failed সমসযর সমধন করন বকশ নগদ রকটসহ সকল বযক এপ চলব ভলভব

আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

আমরা অনেকেই রুটেড মোবাইল ব্যবহার করে থাকি ।

এবং বর্তমানে প্রায় সকলেই আমরা Magisk এর সাহায্যে মোবাইল রুট করে থাকি ।

কিন্তু Magisk দিয়ে মোবাইল রুট করলে আমাদের সবাইকে একটি বড় ঝামেলা পোহাতে হয় যে আমাদের মোবাইল এর সেফটিনেট ফেইলড থাকে ।

এবং ব্যাংকিং এপগুলো রান করে না ।

এরকম আরও নানা Error দেখায় । মাঝে মাঝে সিম ১ নং স্লটে লাগানো থাকলেও স্লট ১ এ লাগাতে বলে । কিন্তু কোনো কাজ হয় না । তবে আজকের এই পোস্ট ফলো করলে এই সমস্যা থেকে পরিত্রান পাবেন ।

শুরু করি

দেখুন আমার সেফটিনেট Failed দেখাচ্ছে রুট করার জন্য ।

এখন আমি একটি মডিউল ম্যাজিস্ক এ ইন্সটল করবো ।

Download Magisk Module From Here

Download From Telegram

মডিউল টি ইন্সটল করার পর যথারীতি মোবাইল রিবুট (বন্ধ করে চালু করা) করে নিবো ।

এবার আমার সেফটিনেট দেখুন ।

ব্যাস কাজ শেষ ।

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

 

The post [Module] মোবাইলে Safetynet Failed সমস্যার সমাধান করুন – বিকাশ , নগদ , রকেটসহ সকল ব্যাংকিং এপ চলবে ভালভাবে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!