Shareit এর মত কর এখন কমপউটর ও মবইলর মধয ফইল আদন পরদন করন খব সহজ

হেলো ট্রিকবিডি বন্ধুরা!
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। চলে এলাম আপনাদের জন্য কম্পিউটার রিলেটেড একটা দারুন পোস্ট নিয়ে। আশাকরি অনেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ।

পোস্ট এর গুরুত্বপূর্ণতা:

এখন একটা পার্সোনাল কম্পিউটার ধরতে গেলে সবার বাড়িতেই আছে কারণ টেক ও প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত। কিন্তু যাদের বাড়িতে একটা কম্পিউটার আছে তাদের অনেকেরই একটা বিষয় বিরক্ত লাগে, আর সেটা হচ্ছে মোবাইল এর প্রয়োজনীয় ডেটা ফাইল ডাটা কেবল এর মাধ্যমে কম্পিউটারে ব্যাকাপ করা।আবার কম্পিউটার থেকে মোবাইলে কোন ফাইল ট্রান্সফার করতে গেলেও ডাটা কেবল লাগে। তো এ বিষয় টা ধরতে গেলে বিরক্তকর কারণ অনেকে সময় ডাটা কেবল নড়ে যায়, যার ফলে ফাইল ট্রান্সফার থেমে যায়।

তো এই ভেজাল না করে আমরা ওয়ারলেস ভাবে শেয়ার-ইট এর মতো করে ফাইল আদন প্রদান করা যায় কিভাবে তা দেখবো।

শুরু করার আগে কিছু কথা:

এই প্রসেস এর জন্য আপনার কম্পিউটার এবং মোবাইল একই নেটওয়ার্ক এ সংযুক্ত থাকতে হবে।যেমন একই ওয়াইফাই নেটওয়ার্ক, বা ওয়াইফাই না থাকলে মোবাইল এর হটস্পট এর সাথে কম্পিউটার কে কানেক্ট করে নিবেন।

চলুন শুরু করি:

প্রথমে মোবাইলে অ্যাপ ডাউনলোড ও সেটাপ করি:

প্রথমে মোবাইলের Play Store এ যান এবং Xdrop File Transfer লিখে সার্চ করেন। এবং ইনস্টল করে ফেলুন:

এবার অ্যাপ টা ওপেন করুন:

তারপর বড়ো Arrow চিহ্ন তে ক্লিক করে এগিয়ে যানঃ

এবার নিচের পারমিশন দুইটা দিয়ে দিন:

এবার যেকোনো একটা গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলুন, কিন্তু মনে রাখবেন এই সেম গুগল একাউন্ট আপনার পিসিতেও লাগবে:

তাহলেই অ্যাপ ইন্টারফেস চলে আসবে:

চলুন এবার কম্পিউটারে অ্যাপ টা ডাউনলোড করে ফেলি:

প্রথমে Microsoft Store এ ক্লিক করুন:

এবার Xdrop – Fastest File Transfer লিখে সার্চ করেন এবং ইনস্টল করে ফেলুন:

এবার অ্যাপ টা ওপেন করুন:

তাহলেই দেখবেন অ্যাপ টা ওপেন হয়ে গেছে:

এখন আসি ডাটা ট্রান্সফার করবেন কিভাবে?

এর জন্য কম্পিউটারে অ্যাপ টা ওপেন রেখে মোবাইলেও অ্যাপ টা ওপেন করুন এবং নিচে Swip to send এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন আপনার কম্পিউটার ডিভাইস এখানে শো করছে, ক্লিক করে এগিয়ে যান:

আমি দুইটা মোবাইল অ্যাপ ট্রান্সফার করে দেখাচ্ছি, যেকোনো কিছু সিলেক্ট করে Next এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন আপনি যা সেন্ড করতে চান তা সিলেক্ট হয়ে গেছে, এখন আবার Swip to send এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেছে, দেখুন অ্যাপ দুইটা কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেছে:

কম্পিউটারে অ্যাপ দুইটা রিসিভ এর ছবি:

তো এভাবেই আপনারা যেকোনো ফাইল কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন ডাটা কেবল এর ঝামেলা ছাড়া।

চাইলে আমার পার্সোনাল ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেনঃ- এখান থেকে

হেল্প এর জন্য যোগাযোগঃ টেলিগ্রাম

আশাকরি সবাই সবকিছু বুঝে গেছেন। বুঝতে না পারলে কমেন্টস এ জানাতে পারেন।

ধন্যবাদ।

The post Shareit এর মতো করে এখন কম্পিউটার ও মোবাইলের মধ্যে ফাইল আদান প্রদান করুন খুব সহজে appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!