যেকোনো ইউটিউব ভিডিওর Tags বেড় করুন খুব সহজেই।। How To Find Any YouTube Video Tags

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।

আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে যে কারো, যে কোনো ধরণের ইউটিউব ভিডিওতে ব্যবহৃত ট্যাগগুলো কিভাবে বেড় করবেন খুব সহজেই। এবং সেগুলো কিভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন।

তাহলে চলুন শুরু করি, যেকোনো ইউটিউব ভিডিওর ট্যাগ বেড় করার জন্য প্রথমেই আমাদের প্লে স্টুর থেকে Telegram অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

তারপর অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। এবং সার্চবারে টাইপ করবেন Youtube Tags Bot তাহলে একটি বট চলে আসবে।

বট আসার পর ট্যাপ করে ভিতরে প্রবেশ করুন।
এবং Start লেখায় চাপ দিয়ে বটে জয়েন করে ফেলুন।

এবার ইউটিউব এ চলে যান এবং আপনি যে ভিডিওর ট্যাগ বেড় করতে চান সেটির লিঙ্ক কপি করে নিয়ে আসুন।

লিংক কপি করা হয়ে গেলে আবার টেলিগ্রাম অ্যাপে ডুকে যে বটে জয়েন করেছিলেন সেটির ম্যাসেজ অপশনে যেয়ে লিঙ্কটি পেস্ট করে সেন্ড করে দিন।

তারপর দেখতে পারবেন সেই ভিডিওতে ব্যবহৃত সবগুলো ট্যাগ এখানে চলে আসছে।
তারপর এই ট্যাগগুলো কপি করে চাইলে আপনি আপনার ভিডিওর মাঝে ব্যবহার করতে পারবেন।

পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও:

এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM

The post যেকোনো ইউটিউব ভিডিওর Tags বেড় করুন খুব সহজেই।। How To Find Any YouTube Video Tags appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!