- আরো পড়ুন - এসইও কিভাবে শিখবেন? কোথায় শিখবেন? কি লাভ?
কিভাবে কপিরাইট কন্টেন্ট সনাক্ত করবেন?
গুগল কেন কপিরাইট কন্টেন্ট Remove করবে?
সবকিছু পড়ার পর আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে কপিরাইট কন্টেন্ট থাকলে গুগল কেন একটি র্যাংক করা ব্লগের কন্টেন্ট Remove করবে? আসলে গুগল শুধুমাত্র নিজের ইচ্ছায় বা নিজের নিয়ম মানতে বা কন্টেন্ট এর প্রকৃত মালিককে খুশি করার জন্য এ কাজটি করছে না। Digital Millennium Copyright Act (DMCA) এর নিয়মানুসারে কোন ওয়েব কন্টেন্ট কেউ কপি করে ব্যবহার করতে পারবে না বিধায় গুগল কপিরাইট কন্টেন্ট রিমুভ করতে বাধ্য।এ ছাড়াও আপনার মনে আরো প্রশ্ন জাগতে পারে যে, গুগল যেহেতু সব ধরনের কন্টেন্ট এক্সেস করার ক্ষমতা রাখে না বা ডিলিট করার ক্ষমতা রাখে না সেহেতু কিভাবে একটি ওয়েব পেজ রিমুভ করবে? সাধারণত যারা গুগল ব্লগস্ট দিয়ে ব্লগিং করছে তারা আপনার ব্লগের কন্টেন্ট কপি করলে গুগল কপিকৃত কন্টেন্ট সরাসরি ডিলিট করে দেয়। এ ছাড়া যে সকল ব্লগে গুগল সরাসরি হস্তপেক্ষপ করতে পারে না সে সকল ব্লগের কন্টেন্ট শুধুমাত্র গুগল এর ইনডেক্স থেকে সরিয়ে ব্লক করে দেয়। যার ফলে ঐ পেজটি ব্লগে থাকে কিন্তু সার্চ রেজাল্টে শো হয় না বিধায় সার্চ ইঞ্জিন হতে কোন প্রকার র্যাংক করতে পারে না। অধিকন্তু যে সকল ব্লগ ব্লগস্পট দিয়ে করা নয় সে সকল ব্লগ গুগল Search Console এ সাবমিট করা থাকলে কপিরাইট সম্পর্কে Search Console ড্যাশবোর্ডের মাধ্যমে কপিরাইটকারীকে সতর্ক করে দেয়।
কপিরাইট কন্টেন্ট Remove করার জন্য কিভাবে রিপোর্ট করবেন?
- প্রথমে গুগল Legal Removal Requests এর অফিসিয়াল পেজে ভিজিট করুন।
- উপরের চিত্রে Submit a Legal Request হতে তীর চিহ্নিত Tool লিংকে ক্লিক করলে নিচের অপশনগুলো দেখতে পাবেন। উপরের কাজটি করতে না পারলে সরাসরি এই লিংকে ক্লিক করে নিচের পেজে যেতে পারেন।
- উপরের চিত্রে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনি যে ধরনের ব্লগ/ওয়েবসাইট হতে কপিরাইট কন্টেন্ট রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে।
- আপনার কন্টেন্ট কপি করে কেউ BlogSpot ব্লগে ব্যবহার করলে উপরের চিত্রের Blogger/BlogSpot সিলেক্ট করবেন। গুগল BlogSpot ব্যতীত অন্য কোন ধরনের ব্লগে কপি করলে Web Search অপশন সিলেক্ট করবেন। Blogger/BlogSpot অথবা Web Search যেটি সিলেক্ট করুন না কেন সিলেক্ট করার পর ৪ টি ধাপে নিচের অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। তবে একটি কাজের জন্য অন্যটি ব্যবহার করা যাবে না।
- I have a legal issue that is not mentioned above
- I have found content that may violate my copyright
- Yes, I am the copyright owner or am authorized to act on the copyright owner’s behalf
- Other
- সবশেষে একদম নিচের অংশে Please use this form to submit your request এর অধীনে একটি লিংক দেখতে পাবেন। ঐ লিংকটিতে ক্লিক করলে কপিরাইট Complain File করার ফরম দেখতে পাবেন। (নোটঃ সকলের বুঝার সুবিধার্তে আমি ফরমটিকে তিন ভাগে ভাগ করে দেখাচ্ছি)।
- চিত্রের ন্যায় আপনার নাম, ব্লগের নাম ও অন্যান্য তথ্য দিয়ে ফরম পূরন করুন।
- উপরের ৩ টি খালি জায়গা খুব গুরুত্বসহকারে ফিলআপ করতে হবে। এই অংশের কোন তথ্য ভূল হলে কপিরাইট কন্টেন্ট Remove করার আবেদন করে কোন লাভ হবে না। নিচের তথ্যের মাধ্যমে অংশগুলো পূরন করতে পারেন।
- The original content that has been infringed upon, was published in April 2, 2015 in my blog. This is original work by me and I hold the copyright of the content. The reported blog has copied my blog post along with images. I request that you remove or disable access to the infringing material as quickly as possible. Kindly take appropriate action.
- ২য় অংশে আপনার ব্লগের যে পোস্ট সম্পর্কে রিপোর্ট করতে চান সেটির URL দিতে হবে।
- ৩য় অংশে কপিকৃত পোস্টের URL দিতে হবে।
- একাধিক পোস্ট সম্পর্কে রিপোর্ট করতে চাইলে Ad a New Group এ ক্লিক করে পুনরায় আগের কাজটি করতে হবে। একসাথে সর্বোচ্ছ ১০ টি কপিরাইট কন্টেন্ট সম্পর্কে রিপোর্ট করা যায়।
- এখানে উপরের ন্যায় আপনার সকল তথ্য দিয়ে Submit এ ক্লিক করলে আপনার আবেদন সাবমিট হয়ে যাবে।
কপিরাইট কন্টেন্ট Remove হয়েছে কি না কিভাবে জানবো?
সাধারনত সবাই বলে থাকে ০২-১০ দিনের মধ্যে গুগল সার্চ রেজাল্ট হতে কপিরাইট Content Remove করে দেয়। তবে আমার কয়েকটি কপিরাই কনটেন্ট ২ ঘন্টার মধ্যে গুগল সার্চ ইঞ্জিন হতে রিমুভ করে দিয়েছে। তবে ২০১৮ সনের পূর্বে কপিরাইট কন্টের রিমুভ করার আবেদনের পর কন্টেন্ট রিমুভ হতে অনেক সময় লাগত। গুগল বর্তমানে কপিরাইট কন্টেন্টকে সিরিয়াসলি নিচ্ছে বিধায় আপনার আবেদন যুক্তিযুক্ত হলে অল্প সময়ে কপিরাইট কন্টেন্ট সার্চ ইঞ্জিন হতে মুছে দেয়।আপনার আবেদন করার ২ ঘন্টা পর এই লিংকে ক্লিক করে আবেদন এর স্টাটাস সম্পর্কে জানতে পারবেন। উপরের চিত্রে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে, গুগল আমার দুটি আবেদন গ্রহন করেছে ও একটি গুগল ইনডেক্স হতে রিমুভ করেছে এবং একটি এখনো পেন্ডিং রেখেছে।
আমি আশা করছি এই ভাবে অন্যদের ব্লগে আপনার ব্লগের কপি করা কন্টেন্ট রিমুভ করে সার্চ ইঞ্জিন হতে হারানো ট্রাফিক ও র্যাংক ফিরিয়ে আনতে সক্ষম হবেন। সবশেষে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে, কপিকৃত ব্লগে এ্যাডসেন্স ব্যবহারের বিষয়ে কেউ রিপোর্ট করলে আপনার মূল্যবান এ্যাডসেন্স একাউন্ট ব্যান হতে পারে। তাছাড়া এ রকম ৫-১০ টি পোস্ট সম্পর্কে কেউ রিপোর্ট করলে কপিকরা ব্লগটিকে গুগল স্থায়িভাবে Index করা বন্ধ করে দেবে। ব্লগের পোস্ট ইনডেক্স না হলে একটি ব্লগের পোস্ট সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে কখনো শো হবে না।