যারা পোস্ট করেন তারা ফোটো ইডিট করার জন্য দারুন একটি এ্যাপ ডাউনলোড করে নিন

আমরা যখন কোন টিউটোরিয়াল লিখি তখন সেই টিউটোরিয়াল এর মধ্যে স্ক্রিনশট এড করার প্রয়োজন পড়ে। দর্শকদের বোঝার সুবিধার্থে স্ক্রিনশটে আন্ডারলাইন,গোল চিহ্ন, তীর চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হয়। তাই আজকে যে অ্যাপটি নিয়ে আমি কথা বলব সেই অ্যাপের মাধ্যমে আপনি যে কোন ছবির মধ্যে এরকম চিহ্ন অ্যাড করতে পারবেন।


অ্যাপ এর বিবরণঃ

  • আপনি এই অ্যাপ এর মাধ্যমে নিজের ফটো তুলে সাথে সাথে এডিট করতে পারবেন।
  • এই অ্যাপ এর মাধ্যমে Draw করতে পারবেন।
  • এই অ্যাপ এর মাধ্যমে web Browning করতে পারবেন।
  • web page এডিট করতে পারবেন।
  • আবার web Browning এর সাথে সাথে web এর screenshort নিতে পারবেন যে কোনো মাপে 
  • আপনি আপনার তোলা ফটো থেকে যেকোনো ফটো এডিট করতে পারবেন।
  • সব শেষে আপনারা যারা পোষ্ট করেন তাদের অনেক কাজে লাগবে। যেমন:-আন্ডারলাইন করা,তীর চ্নিন ব্যবহার করা,গোল ঘর করা ইত্যাদি।

আমি হয় তো আপনাদের ভালো ভাবে
বুঝাতে পারি নি।কিন্তু আপনারা অ্যাপ
টা ব্যবহার করে দেখবেন অনেক ভালো
লাগবে।

নিচের লিংক থেকে এপটি ডাউনলোড করে নিনঃ Download Now

যেভাবে কাজ করবেনঃ
এ্যপটিতে কাজ করা একদমই সহজ। প্রথমে এ্যাপটি অপেন করলে নিচের দিকে Web, Cloud, Camera. Photos ইত্যাদি অপশন দেখতে পাবেন । Photo তে ক্লিক করে আপনি যে ছবিটি ইডিট করতে চান সেটি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তাছাড়া এ্যাপটি অপেন করলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করা লাগবে। এটা অনেক সহজ কাজ।




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!