কিভাবে এন্ড্রোয়েড ফোনে একই App clone করে দুই টা ব্যাবহার করবেন

বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আজকের নতুন পোস্টে।  আজকে আপনাদের আলোচনার বিষয় এ্যান্ডয়েড এ্যাপ নিয়ে। আমাদের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে একটি এ্যাপ মোবাইল ফোনে ক্লোন করার প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা যে গেমগুলো খেলি সেগুলোকেও ক্লোন বানাতে চাই। ধরুন আপনার ফোনে দুইটা জিপি সিম আছে, তো আপনিতো ১ টি জিপি সিমে ১ টিই wowbox ইন্সটল দিয়ে ১ টি ই ব্যাবহার করতে পারবেন, এবং ১ টি জিপি সিমেই প্রতি সপ্তাই ফ্রি ২০ এমবি নিতে পারবেন।
এখন আপনার মনে প্রশ্ন : আমি যদি ২ টা জিপি সিমে ২ টাই wowbox ব্যাবহার করতে পারতাম, আপনি মনে মনে ভাবছেন যে ১ টা এন্ড্রোয়েড ফোনে wowbox ইন্সটল দেয়া সম্ভব না।



জ্বি ভাই এটা সম্ভব, আপনি আপনার ফোনে ২ টা সিমেই ২ টা wowbox ব্যবহার করতে পারবন, সুদু wowbox ই না, সকল এপ বা গেম clone করে ২ টা ব্যাবহার করতে পারবেন।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা এপ যেটি দিয়ে যেকোনো এ্যাপ ক্লোন করে ২ টা বানাতে পারবেন, মানে আপনি আপনার ফোনে একটা এপ দুই বার ইন্সটল দিতে পারবেন, এবং ২ টাই আলাদে ভাবে ব্যাবহার করতে পারবেন।

যেভাবে কাজ করবেন:
প্রথমে নিচ থেকে AR Clone Apk এপটি ডাউনলোড করেনিন।
Download Now

এবার নিচের screenshot গুলো অনুসরন করুনঃ
আজ আমি আপনাদের আমার ফোনে থাকা UC Browser এ্যাপটি কে ক্লোন বানিয়ে দেখাব। প্রথমে এ্যপটিতে যান।

এবার +চিহ্নে ক্লিক করুন

আপনার এ্যাপ সিলেক্ট করুন

সর্বশেষ নিচের দেখানো বাটনে ক্লিক করুন। দেখুন আপনার ফোনের হোম স্ক্রিনে এ্যাপটি র ক্লোন ভার্শন এ্যাড হয়ে গেছে।

প্রমান দেখুন।  ডানপাশের uc এ্যাপটি আসল আর বাম পাশের টি ক্লোন।

আশা করি পোস্টটি আপনাদের খুব ভাল লেগেছে। এরপরেও যদি কথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সমাধান দেওয়ার চেষ্টা করব।




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!