কিভাবে ব্লগে যুক্ত করবেন আকর্ষণীয় ব্রেকিং নিউজ স্টাইল এর নোটিশ বোর্ড

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। স্বাগতম আপনাকে আমার আরও একটি নতুন টিউটোরিয়াল এ।  আমাদের যাদের ব্লগ রয়েছে আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে ব্লগটিকে কিভাবে উন্নত করা যায়।  আমরা সবসময় চেষ্টা করি ভিজিটরদের ব্লগের নতুন আপডেট বা নিউজ গুলো জানাতে। সে জন্য অনেকেই তাদের ব্লগে নোটিশবোর্ড ব্যবহার করে থাকেন। নোটিশ বোর্ডের মাধ্যমে ভিজিটররা ব্লগের অ্যাডমিন কর্তৃক নিউজ গুলো খুব সহজে জানতে পারে। তাই আমি আজকে আপনাদের সাথে এমন একটি নোটিশ বোর্ড  শেয়ার করব যেটি দেখতে একদমই ব্রেকিং নিউজের মত দেখতেও খুবই সুন্দর।  আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক।


 যেভাবে যুক্ত করবেন আপনার ব্লগে নোটিশ বোর্ড:


  • প্রথমে https://blogger.com এখানে গিয়ে জিমেইল দিয়ে আপনার একাউন্টে লগইন করে নিন
  • লগইন করার পর আপনার যে ব্লগে নোটিশ বোর্ড ব্যবহার করতে চান সেই ব্লগ টিতে প্রবেশ করুন
  • এরপর layout অপশনে এ ক্লিক করুন । 

  • এবার আপনার ইচ্ছামত জায়গা থেকে add a gadget অপশনে এ ক্লিক করুন 

  • এরপর html/javascript নামে একটি গ্যাজেট দেখতে পাবেন। ওই গ্যাজটির পাশে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করে গ্যাজেটটি অ্যাড করে নিন ।

  • এরপর কনটেন্ট বক্সে নিচের কোডটি কপি করে নিয়ে পেস্ট করে দিন। উক্ত নোটিশটি আপনার ইচ্ছা মত করে লিখুন।

  • অবশেষে save ক্লিক করে সেভ করে নিন

 কোডটি লাগিয়ে আপনার লাভ কি
প্রথমত কোডটি দেখতে অনেক সুন্দর। এটি অ্যাড করার মাধ্যমে আপনার ব্লগের আপডেট নিউজগুলো ভিজিটরদের জানাতে পারবেন উক্ত হাদীস নোটিশবোর্ড টি সাধারন নোটিশবোর্ড এর চেয়ে অনেক কম জায়গায় সেট করতে পারবেন ফলে দেখতে অনেক স্টাইলিশ লাগবে

কাজটি খুবই সহজ। আশা করি আপনারা খুব সহজেই নোটিশবোর্ড টি সেট করতে পারবেন। তবুও যদি
বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।।

বিঃদ্রঃ দয়া করে কেউ আমার পোস্ট কপি করবেন না। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।





POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!