যেভাবে করবেনঃ
- প্রথমে আপনার Wapkiz সাইটে লগিন করে নিন।
- তারপর যে সাইট থেকে index.html রিমুভ করতে চান সেই সাইটের প্যানল মুডে প্রবেশ করুন।
- এবার নিচে যে কোডটা আছে সেটাকে আপনার Wapkiz সাইটের Meta header এ বসিয়ে সেভ করে দিতে হবে। তাহলেও হয়ে যাবে। খুব সহজ একটি কাজ শুধু কোডটা কপি করে Meta Header এ পেস্ট করে দেওয়া। আশা করছি আপনার জানেন Meta Header কোথায় তাই আর বেশি কিছু বললাম না।
কাজ টি খুব সহজ। আর এটি রিমুভ করে মুলত আপনার লাভ কি হবে? এটি রিমুভ করলে আপনার ওয়েবসাইট টি প্রফেসনাল মানের দেখাবে। আর আপনার সাইটের লিংক সুম্পুর্ন php স্টাইলের দেখাবে। আশা করছি পোস্ট আপনার উপকারে আসবে। পোস্টটি কেমন লাগল তা জানাতে এবং কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।