SEO optimized & fast blogger themes.
![]() |
ফ্রি ডাউনলোড করুন Gossip ব্লগার থিম। |
তবে, যদি আপনার ব্লগের থিম অনেক ভারী, স্লো বা ভালো করে কোড না করা থাকে, তাহলে ভবিষ্যতে গুগল থেকে ফ্রীতে ট্রাফিক ও ভিসিটর পাওয়াটা আপনার জন্য অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াবে।
কারণ, ব্লগে ব্যবহার করা থিম যদি ভারী এবং ভালো ভাবে কোড করা না থাকে, তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড অনেক স্লো হয়ে দাঁড়াবে।
এতে, যখন আপনার ব্লগে ভিসিটর্স আসবে, তখন তাদের ইন্টারনেট ব্রাউজারে আপনার ব্লগের ওয়েবপেজ খুলতে অনেক বেশি সময় নিবে।
ফলে, হতাশ হয়ে আপনার ব্লগে আশা মূল্যবান ট্রাফিক বা ভিসিটর্স কেবল কিছু সেকেন্ডের ভিতরেই আপনার ব্লগ ছেড়ে চলে যাবে।
তাছাড়া, Google Search এর algorithm স্লো লোডিং হওয়া ওয়েবসাইট একেবারেই ভালো পায়না। এবং, এতে গুগল সার্চ থেকেও ফ্রি ভিসিটর্স বা ট্রাফিক পাওয়ার সুযোগ আপনার হারাতে হয়।
তাই বন্ধুরা, নিজের blogger blog এ যেকোনো theme বা template ব্যবহার করার আগেই, সেই থিম কতটা ভালো ভাবে কোড করা, কতটা হালকা (light) এবং কতটা দ্রুত ভাবে লোড হবে, সেই সব বিষয়ে আপনার খেয়াল রাখতেই হবে।
তাই, ব্লগের দ্রুত ভাবে লোড হওয়া, SEO এবং থিমের কোডিং কোয়ালিটি, এই জরুরি জিনিস গুলি দেখে, এই আর্টিকেলে আমি আপনাদের, সেরা ব্লগার থিমটির ব্যাপারে বলবো।
ব্লগার ব্লগের জন্য এই ফ্রি থিম আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন।